হাই মাদ্রাসার পরিচালন কমিটিতে জয়ী তৃণমূল

এই জয়ের খবর পেয়েই খাসখামার হাই মাদ্রাসা চত্বরের সামনে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। সবুজ আবির খেলে চলে বিজয় উৎসব। চলে মিষ্টি বিতরণও

Must read

সংবাদদাতা, হাওড়া : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাউড়িয়ার খাসখামার হাই মাদ্রাসার পরিচালন কমিটিতে ৬-০-তে জয়ী হল তৃণমূল কংগ্রেস। আগামী ১৫ ডিসেম্বর ভোটের দিন ধার্য করা ছিল। মঙ্গলবার ছিল মনোনয়ন পেশ করার শেষ দিন। কিন্তু এদিন দেখা গেল বিরোধীদের কেউই মনোনয়ন পেশ করেননি। ফলে ৬টি আসনের সব ক’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল-সমর্থিত প্রার্থীরা।

আরও পড়ুন-ধর্মীয় বিভাজন চরিতার্থ করতেই ওয়াকফে সংশোধনী চাইছে কেন্দ্র

এই জয়ের খবর পেয়েই খাসখামার হাই মাদ্রাসা চত্বরের সামনে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। সবুজ আবির খেলে চলে বিজয় উৎসব। চলে মিষ্টি বিতরণও। উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় দাস বলেন, বিরোধীদের কাছে একাধিকবার আবেদন করা সত্ত্বেও তারা কেউই মনোনয়ন পেশ করেনি। ফলে ওই হাই মাদ্রাসায় আমরা সবক’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলাম। ওখানকার পরিকাঠামো আরও উন্নতি এবং পড়াশোনার মান আর বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করব।

Latest article