প্রতিবেদন : নদিয়া জেলাতেও সমবায় নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। মঙ্গলবার কল্যাণীর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ আসনের সবক’টিতেই জয়ী হল তৃণমূল। ফলাফল ঘোষণা হতেই আবির খেলায় মেতে ওঠেন কর্মীরা। হল মিষ্টি বিতরণও। ছয় বছর পর নদিয়ার চাকদহ বিধানসভার অন্তর্গত দি যশরা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডে নির্বাচনের আয়োজন করা হয়।
আরও পড়ুন-হেল্পলাইনে ফোন করে রেহাই, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পরিযায়ীদের
তবে ১২ আসনের কোনওটিতে বিরোধীরা প্রার্থীই দিতে পারেনি। ফলে বিনা লড়াইয়েই জিতেছে তৃণমূল। দীর্ঘদিন পর এই সোসাইটিতে নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে স্বাভাবিকভাবে ছিল আগ্রহ ও উত্তেজনা। অশান্তির আশঙ্কায় মোতায়েন ছিল প্রচুর পুলিশ। তবে শেষমেশ শান্তিপূর্ণভাবেই মিটেছে সব কিছু। ২৬-এর নির্বাচনের আগে আরও এক সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল জয় পাওয়ায় কর্মী-সমর্থকদের মনোবল বাড়ল। উল্লেখ্য, গত কয়েকমাসে রাজ্যে যে ক’টি সমবায় সমিতিতে নির্বাচন হয়েছে, তার বেশিরভাগেই জিতেছে তৃণমূল।