সমবায়ে শূন্য বিজেপি, নিরঙ্কুশ জয়ী তৃণমূল

Must read

সংবাদদাতা, কাঁথি : পদ্মবনে গোহারা বিজেপি। কাঁথির সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না রামেরা। বিপুল জয়ের ধ্বজা উড়ল তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ৪২টি আসনের সব কটিই জিতল তৃণমূল। শূন্যের ঝুলি নিয়ে ফিরল বিজেপিকে। এই সমবায় উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত। যেটি বিজেপির হাতে। ফলে তাদের ঘাঁটিতে বড়সড় জয় ছিনিয়ে নিল তৃণমূল। দলের প্রার্থীদের জয়ের খবরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা।দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত ছাড়াও তার অন্তর্গত এই সমবায়টিও আগে তৃণমূলেরই (TMC) হাতে ছিল। ফের বিপুল জয়ে বাড়তি অক্সিজেন পেল দল। এক বছর আগে এই সমবায়ের মেয়াদ শেষ হয়। এরপর নির্বাচন ঘোষণা হতেই মনোনয়ন পর্বে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪টি আসনে জয় পেয়ে যায়। বৃহস্পতিবার বাকি ১৮টি আসনের ভোটেও সবকটি জিতে নেয় তৃণমূলই। এই সমবায়ের মোট ভোটার ২০১৮। ৮৫ শতাংশ ভোট পড়েছে। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান জেলা তৃণমূল সাধারণ সম্পাদক তরুণ জানা, দেশপ্রাণ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সিট, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা ও স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি দীপক গিরি-সহ অন্যরা।

আরও পড়ুন- উচ্চমাধ্যমিক: পরীক্ষা হলেই খোলা হবে উত্তরপত্র

Latest article