সংবাদদাতা, হুগলি : পুজোর মুখে ফের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) শিবিরে খুশির হাওয়া। হুগলির মগরার পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট ৪২টি আসনের সব ক’টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
আরও পড়ুন-আপনারাই আসল একান্নবর্তী পরিবার
কয়েক মাস আগে মহানাদ অঞ্চলের মেঘসার সমবায় নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল। এবার পাটনা সমবায়েও সেই সাফল্য ধরে রাখল তৃণমূল। এই জয় নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি দেবব্রত দাস বলেন, মানুষ আমাদের উপর ভরসা করেছে বলেই আমরা এত বড় এই জয় পেয়েছি। গ্রামাঞ্চলে উন্নয়ন, কৃষকদের পাশে থাকা এবং সংগঠনই আমাদের শক্তি। মানুষের এই আস্থা আমাদের বজায় রাখতে হবে।