প্রতিবেদন : বিজেপির আমলে বাংলা-বিদ্বেষ চরম আকার নিয়েছে। বিজেপি-রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে। মারধর করে বিদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে। তারই প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমবেত কণ্ঠে পাঁচালি পড়ে বিজেপি-নামের অলক্ষ্মীকে বিদায় জানান।
আরও পড়ুন-বিজেপির বাংলা-বিদ্বেষ, সরব অসম তৃণমূলও
এদিন পাঁচালিতে সম্মিলিত কণ্ঠে তাঁরা বাংলা ভাষার উপর কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত আক্রমণের বিরুদ্ধে গর্জে ওঠেন। পাঁচালির সুরে বলা হয়, ‘বিজেপির পুলিশ বঙ্গভাষীদের খুঁজে খুঁজে ভরে দিচ্ছে জেলে/ বিদেশি তকমা দিয়ে তাদের দিচ্ছে ঠেলে।’ সেখানে প্রশ্ন তোলা হয় বাংলা কি দেশের নয়! কেন্দ্র কোনও জবাব না দিয়ে মুখে কুলুপ এঁটেছে। আসলে কেন্দ্রের সরকার বঙ্গভাষীদের নাগরিকত্ব কেড়ে নিতে চায়। এসব ওরা করছে বাংলাকে ভয় পায় বলে। বাংলার মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলায় গোহারা হয়ে বাংলা-বাঙালি বিদ্বেষ শুরু করেছে বিজেপি। বাংলা ভাষার উপর বিজেপির যত রাগ। তাই বিজেপির রাজ্যগুলিতে বাংলাভাষীদের হামলা করা হচ্ছে। বাংলা ভাষার উপর এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না।