প্রতিবেদন : বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাষা আন্দোলনে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। নেত্রীর নির্দেশেই শনিবার থেকে ধর্মতলার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে শুরু হল তৃণমূলের বিক্ষোভ-ধরনা কর্মসূচি। শনি ও রবিবার, ধরনার নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ধরনা। আজ, রবিবারও চলবে এই কর্মসূচি। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে ধরনায় ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সাংসদ মালা রায়, অর্পিতা ঘোষ, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর ও বরো চেয়ারপার্সন জুঁই বিশ্বাস, রত্না চট্টোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, প্রিয়দর্শিনী হাকিম-সহ অন্যান্য মহিলা নেতৃত্ব ও অসংখ্য কর্মীরা।
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিজেপি রাজ্যগুলিতে শুধু বাংলা বলার জন্যই বাংলাদেশি বলে ধরে নিয়ে হেনস্থা করা হচ্ছে! শুধু শারীরিক অত্যাচার নয়, জল-বিদ্যুতের সংযোগ বিছিন্ন করে দিচ্ছে। তাই এই প্রতিবাদ চলবে। এখন থেকে শুধু বাংলাতেই কথা বলবেন।
আরও পড়ুন- নারী সুরক্ষায় ব্যর্থ বিজেপি! ধর্ষণ এড়াতে বাড়িতে থাকার নিদান গুজরাতে, তীব্র নিন্দা তৃণমূলের