তৃণমূলের মহিলা টিম, সংসদে প্রবল চাপের মুখে ট্রেজারি বেঞ্চ

তাত্‍পর্যপূর্ণ হল, এবার সংসদে টিম মমতায় মহিলা সাংসদদের সংখ্যা বেড়েছে৷ একইরকমভাবে বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়া জোটের মহিলা সাংসদদের সংখ্যাও৷

Must read

সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: সংখ্যা এবং তৎপরতায় সংসদে বিজেপির মহিলা সদস্যদের ইতিমধ্যেই টেক্কা দিয়েছেন তৃণমূলের মহিলা সদস্যরা। সব মিলিয়ে খুবই স্ট্রং টিম আমাদের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা সংসদে জোরালো কণ্ঠে তুলে ধরছি মানুষের কথা। ‍‘জাগোবাংলা’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ জুন মালিয়া। রাজ্যের বিধায়ক হিসেবে আগেই যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন জুন। সেই সূত্রেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে লোকসভা নির্বাচনে লড়াই করার টিকিট দিয়েছিলেন৷ মেদিনীপুরের মানুষের অকৃত্রিম ভালবাসা সঙ্গে নিয়ে পা রেখেছেন সংসদের অলিন্দে৷ পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে রাজধানী দিল্লির সংসদ ভবন— কষ্টার্জিত রাজনৈতিক এই উত্তরণের পরে বাংলার মানুষের জন্য কাজ করার জন্য আরও বেশি ফোকাসড মেদিনীপুর কেন্দ্রের লোকসভা সাংসদ জুন মালিয়া। ‍‘জাগোবাংলা’র সঙ্গে একান্ত আলাপচারিতায় জুুন নিজেই জানিয়েছেন তাঁর মনের ভাব৷ তাঁর কথায়, বাজেট অধিবেশনের মাঝেই মমতাদি দিল্লিতে এসেছিলেন, আমাদের সঙ্গে দেখা করেছেন৷ উনি সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের সবাইকে কাজ করতে হবে৷ মানুষের পাশে থাকতে হবে৷ শুধু দিল্লি এলাম, ঘুরলাম, চলে গেলাম, এই নীতি নিয়ে চললে হবে না৷ সব সময়ে মাথায় রাখতে হবে বাংলার উন্নয়নের জন্য সারাবছর আমাদের কাজ করতে হবে৷ মমতাদির এই নির্দেশ আমরা মাথায় রাখছি সবসময়৷ প্রথম অধিবেশন থেকেই চেষ্টা করছি বিভিন্ন ইস্যু তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে৷ আমার সংসদীয় ক্ষেত্র নিয়ে প্রশ্ন করেছি জিরো আওয়ারে৷ মহিলা-শিশুদের সার্বিক বিকাশ নিয়ে প্রশ্ন করেছি৷ রেল নিয়ে প্রশ্ন করেছি৷ এবারের অভিজ্ঞতাকে হাতিয়ার করেই সংসদীয় রীতি-নীতি শেখার চেষ্টা করছি৷”

আরও পড়ুন-মোদি জমানায় এবার ১২ হাজার কোটির কেলেঙ্কারি

তাত্‍পর্যপূর্ণ হল, এবার সংসদে টিম মমতায় মহিলা সাংসদদের সংখ্যা বেড়েছে৷ একইরকমভাবে বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়া জোটের মহিলা সাংসদদের সংখ্যাও৷ এই প্রমীলা ব্রিগেড নিজেদের মধ্যে যে ঐক্য তৈরি করতে শুরু করেছে, তাতে চাপে পড়ছে ট্রেজারি বেঞ্চও, এমনটাই মনে করছেন তৃণমূল সাংসদ জুন মালিয়া৷ তাঁর ব্যাখ্যা, ট্রেজারি বেঞ্চ থেকে বারবার বলছে, মমতাদির মহিলা বাহিনী খুব স্ট্রং৷ আমরা যারা তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ, তাদের সঙ্গে আছেন ইন্ডিয়া জোটের মহিলা সাংসদরাও৷ সব মিলিয়ে খুব স্ট্রং টিম আমাদের৷ বিজেপির মহিলা সদস্যদের থেকে আমাদের মহিলাদের সংখ্যা ও আধিপত্য বেশি৷ আমরা নিজেদের মধ্যে প্রতিনিয়ত সমন্বয়সাধন করছি৷

Latest article