সংবাদদাতা, কেশপুর : কেশপুর (Keshpur) ব্লকের বুড়াপাট সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন বন্ধ ছিল দীর্ঘ কয়েক বছর ধরে। অবশেষে পরিচালকমণ্ডলীর নির্বাচনী প্রক্রিয়া শুরু হতেই দেখা যায়, সমবায় সমিতির ৯ আসনে তৃণমূল ছাড়া আর কোনও দল প্রার্থী দিতেই পারেনি। অথচ ১৯ ডিসেম্বর নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন সমবায় কর্তৃপক্ষ। মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট সময়ে শুধুমাত্র তৃণমূলের পক্ষ থেকে ৯টি আসনের জন্য মনোনয়ন জমা করা হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিরোধী প্রার্থী হিসাবে কেউই মনোনয়ন জমা করেননি। ফলে সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর ৯টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন তৃণমূল প্রার্থীরা। নবনির্বাচিত সমবায় সমিতির সম্পাদক রবিলোচন চৌধুরি বলেন, উন্নততর সমবায় পরিষেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমরা সমবায় সমিতির মধ্য দিয়ে যে পরিষেবা দিয়ে এসেছি, আগামী দিনে আরও ভালভাবে সেই পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সদাতৎপর থাকব। অন্যদিকে কেশপুর (Keshpur) ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা জানান, দু’বছরেরও বেশি সময় ধরে এই সমবায় সমিতির নির্বাচন বন্ধ ছিল। অবশেষে রাজ্য সরকারের নির্দেশে সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছে। আমরা তৃণমূলের পক্ষ থেকে বুড়াপাট সমবায় সমিতিতে ৯টি আসনেই মনোনয়ন জমা করি। কোনও বিরোধী প্রার্থী মনোনয়ন না জমা দেওয়ায় সব ক’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম। বুধবার সমবায় সমিতির বোর্ড গঠন হল। আগামী দিনে সমবায় সমিতির মধ্য দিয়ে এলাকার মানুষ সরকারি পরিষেবা সুষ্ঠুভাবে পাবেন।
কেশপুর: ভোটের আগেই মাঠ থেকে হাওয়া বিরোধী রাম-বামেরা, বিনা লড়াইয়ে সমবায়ে বোর্ড তৃণমূলের
![an image 2](https://jagobangla.in/wp-content/uploads/2025/02/an-image-2-2.jpg)