হলদিয়া ও পটাশপুরে সমবায় ভোটে জয়ী তৃণমূল

বৃহস্পতিবার বাকি ১০টি আসনে ভোট হয়। সেদিন ফলাফল ঘোষণার পর দেখা যায় সবগুলি আসলেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, হলদিয়া : পূর্ব মেদিনীপুর জেলার সমবায় সমিতির নির্বাচনে ফের তৃণমূল কংগ্রেসের কাছে গোহারা হারল বিজেপি, বাম, কংগ্রেস জোট। হলদিয়ার ‘বাঁশখানা সত্যনারায়ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি’-র পরিচালন কমিটির প্রতিনিধি নির্বাচনে সবক’টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি পটাশপুরেও জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-ভাঁওতার নাম বন্দে ভারত এক্সপ্রেস

এই সমবায়ের মোট আসন ১২টি। ভোটের আগেই দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছিল। বৃহস্পতিবার বাকি ১০টি আসনে ভোট হয়। সেদিন ফলাফল ঘোষণার পর দেখা যায় সবগুলি আসলেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সিপিএম, বিজেপি, কংগ্রেস জোট এই সমবায়ে খাতা খুলতেই পারেনি। বিরোধীদের নিল গেম দেওয়ার আনন্দে তৃণমূল কংগ্রেস সমর্থকরা এদিন সমবায়ের সামনে সবুজ আবির উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।

আরও পড়ুন-টেটের দ্বিতীয় ইন্টারভিউ ১০ই

বৃহস্পতিবার ভোটে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিল্বপদ মাইতি, মদনমোহন রাউত, পতিতপাবন ভৌমিক, সুতপা পাড়ুই, গুরুপদ গুছাইত, পুলককুমার হাজরা, শেখ রুহুল আমিন, চন্দনপ্রসাদ মাইতি, নারায়ণ মাইতি, তাপসকুমার জানা। এই জয়ী প্রার্থীরা এদিন ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিজেপি ও বামের এই অশুভ জোট পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা যে ভালভাবে মেনে নিচ্ছেন না। জেলা জুড়ে বারবার বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে রাম-বামের জোটের শোচনীয় পরাজয় সেই তথ্যকে বারবার প্রমাণ করছে।

Latest article