অনুপম সাহা, দিনহাটা : জয় ছিল সময়ের অপেক্ষা। হল তাই। পুর নির্বাচনে দিনহাটা পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হল তৃণমূল কংগ্রেসের। ১, ৩, ৯, ১২, ১৩, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে বিরোধী দল প্রার্থী দিতে পারেনি। ফলে ৭টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। যা দিনহাটা পুর নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিবাচক দিক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-উৎকর্ষ বাংলা প্রকল্পে সহায়তা
২, ৪, ৫, ৬, ৭, ৮, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দিলেও বাকি বাকি ৮টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী পায়নি। পাশাপাশি ২, ৪, ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দিলেও বাকি ১ টি আসনে প্রার্থী দিতে পারেনি। দিনহাটা পুরসভা জয়ের ক্ষেত্রে আনেকটাই সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দিয়েছে। অপরদিকে রীতিমতো সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপি বিধায়করা বিজেপি প্রার্থীদের নিয়ে দিনহাটা মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। এর পাশাপাশি দিনহাটা সংহতি ময়দানে বোমাবাজির অভিযোগও ওঠে বুধবার।