সমবায় ভোটে জয় তৃণমূলের

বসিরহাটের মেরুদণ্ডী-শিবাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে সব ক’টি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

Must read

সংবাদদাতা, বসিরহাট : তৃণমূলের সামনে ফের দিশেহারা বিরোধীরা। সমবায় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে কুপোকাত বিজেপি-সহ সব বিরোধী। কার্যত খাতা খুলতেই পারল না বাম-রাম-কং। বসিরহাটের মেরুদণ্ডী-শিবাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে সব ক’টি আসনেই জয়লাভ করেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সফরের আগেই তৃণমূলে যোগ সন্দেশখালির সুজয় মাস্টারের

সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের প্রত্যেকটিতেই বিরোধীদের মাঠের বাইরে পাঠিয়েছে তৃণমূল প্রার্থীরা। ৯ প্রার্থী আব্দুল বিশ্বাস, আব্দুল মজিদ সর্দার, মণিশঙ্কর মণ্ডল, প্রবানন্দ সরকার, রবিউল মণ্ডল, সুজিত মণ্ডল, বাসুদেব মণ্ডল, বীথিকা সর্দার এবং গঙ্গারানি সরকার বিপুল ভোটে জয় পেয়েছেন। ফলাফল ঘোষণার পরই সবুজ আবিরে মেখে জয়োল্লাসে মেতেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। লোকসভা ভোটের আগে বিরোধীরা এই বসিরহাটের সন্দেশখালিতে কুৎসা রটিয়েছিল। মিথ্যা অভিযোগে পরিকল্পিতভাবে সন্দেশখালিকে উত্তপ্ত করার চক্রান্ত করেছিল।

Latest article