পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল

বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ৷ এরপর রাতে ভোট গণনা সম্পন্ন হয়। বাম-কংগ্রেস জোটকে হারিয়ে সব ক’টি আসনেই জয়লাভ করে তৃণমূল

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : ইটাহার ব্লকের ভাটিন গ্রামের সরকারি হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। পরিচালন সমিতির ছটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রবিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ইটাহার ব্লকের দুর্লভপুর অঞ্চলের ভাটিন গ্রাম সরকারি হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন সম্পন্ন হয়৷

আরও পড়ুন-৭ ডিসেম্বর থেকেই চালু হবে নতুন বাস টার্মিনাস

বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ৷ এরপর রাতে ভোট গণনা সম্পন্ন হয়। বাম-কংগ্রেস জোটকে হারিয়ে সব ক’টি আসনেই জয়লাভ করে তৃণমূল। এই ঘটনায় সবুজ আবির নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। পুনরায় শাসক দল ক্ষমতায় ফেরায় উচ্ছ্বসিত তাঁরা। ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বদা সচেষ্ট। এই জয় ছিল শুধু সময়ের অপেক্ষা।

Latest article