মেরিগঞ্জ হাই মাদ্রাসা ভোটে বিনা লড়াইয়েই জয়ী তৃণমূল

ফলে ছটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ফলে মেরিগঞ্জ হাই মাদ্রাসার পরিচালন সমিতির বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল৷

Must read

প্রতিবেদন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাই মাদ্রাসা নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রতিনিধিরা৷ দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচন উপলক্ষে দুই দিন ধরে চলছিল নির্বাচনী মনোনয়ন পর্ব৷ মঙ্গলবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন৷ ৮ ডিসেম্বর নির্বাচনের দিনক্ষণ থাকলেও এদিন দেখা যায়, মোট ছটি আসনের কোনওটিতেই বিরোধী দলের প্রতিনিধিরা নমিনেশন জমা দেননি।

আরও পড়ুন-শিন্ডেকে বাইরে থেকে সমর্থনের বার্তা মহাবিকাশ আঘাড়ির! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে? এখনও গভীর অনিশ্চয়তা গেরুয়া শিবিরে

ফলে ছটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ফলে মেরিগঞ্জ হাই মাদ্রাসার পরিচালন সমিতির বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল৷ জয়ীরা হলেন সাহাদুল লস্কর, মোরসালিম লস্কর, আইনুল সরদার, সাদউদ্দিন ঘরামি, আখতারুল মণ্ডল, ও ফাতেমা পুরকাইত। জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানান কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল৷

Latest article