লোকসভা ভোটের মাঝেই তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। ঘটনায় চাঞ্চল্য বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়। গোটা ঘটনায় ১৩ জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটি (Baguiati) অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ এলাকার তৃণমূল কর্মী সঞ্জীব দাসকে ইট দিয়ে আঘাত করে একদল দুষ্কৃতী। এরপর তাঁকে টেনে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে রড লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা এবং তাঁর বাড়ির লোক আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ বাহিনী। পুলিশি আশ্বাসে উত্তেজনা খানিকটা কমে।
পুলিশের তরফে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী গোটা বিষয়টির তীব্র নিন্দা করে জানান, আইন আইনের পথে চলবে, দোষীদের রেয়াত করা হবে না। বাগুইআটি (Baguiati), জ্যাংড়া, হাতিয়ারা এলাকায় বিজেপি মাথাচারা দিয়েছে। তাঁরা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা পুলিশ তদন্ত করুক।