সংবাদদাতা, বারাকপুর : ফের তৃণমূলকর্মীকে (TMC) গুলি করে খুন। মৃত তৃণমূলকর্মীর নাম মহম্মদ এনায়তুল্লা ওরফে রেহান, বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীবনগর এলাকায়। মৃতের মায়ের অবশ্য অভিযোগ, স্থানীয় পুকুর ও জমিজমা-সংক্রান্ত বিবাদেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। ইতিমধ্যেই এই ঘটনায় সুশান্ত রায় ও মৃত্যুঞ্জয় চক্রবর্তী নামে দু-জন-সহ আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিছন থেকে গুলি করা হয় রেহানকে। গুলি লাগে ঘাড়ে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রেহান। রাতভর সেখানেই তাঁর দেহ পড়েছিল। বুধবার সকালে রেহানের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (দক্ষিণ) অনুপম সিং জানান, একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে এই ঘটনা বা কারা করেছে সেটা এখনও তদন্তসাপেক্ষ।