সংবাদদাতা, কোচবিহার : ভরদুপুরে দুষ্কৃতীদের গুলি। মৃত্যু হল তৃণমূল প্রধানের ছেলের৷ নাম অমর রায় (৩২)। মাথায় ও গলায় গুলি লেগেছে তাঁর। কোচবিহারের (Cooch Behar) পুণ্ডিবাড়ি থানার ডোডেয়ারহাটের ঘটনা। মাটিতে ফেলে একাধিক গুলি করা হয়েছে বলে অভিযোগ৷ তাঁর সঙ্গে থাকা আরও একজনের পায়েও গুলি লেগেছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। মৃত অমরের মা কুন্তলা রায় কোচবিহার ১ ব্লকের ডাউয়াগুড়ির পঞ্চায়েত প্রধান। অমরও সক্রিয় তৃণমূল কর্মী। শনিবার ডাউয়াগুড়িতে হাটের মাঝে ফলবাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন অমর ও তাঁর এক সঙ্গী। ভরদুপুরে মোটরবাইকে চেপে এসেছিল আততায়ীরা। প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল৷ তারপরেই দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। কাদায় পড়ে যাওয়ার পরেও মাথায় বন্দুক ঠেকিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।