ভাঙড়ে উৎসবের মেজাজে তৃণমূলের কর্মী সম্মেলন

দলনেত্রীর নির্দেশ মেনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) পাকাপোল এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে আয়োজিত হল বিশাল কর্মী সম্মেলন

Must read

সংবাদদাতা, ক্যানিং : দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল স্তর থেকে শুরু করে উচ্চপদ, নেতা থেকে মন্ত্রী, সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলের মধ্যে কোনও ভেদাভেদ চলবে না। দলনেত্রীর নির্দেশ মেনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের (Bhangar) পাকাপোল এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে আয়োজিত হল বিশাল কর্মী সম্মেলন।

আরও পড়ুন-২০ কোটি ব্যয়ে ৭২ কিমি ভূগর্ভস্থ জলের লাইন

উপস্থিত ছিল প্রায় ২৫ হাজার কর্মী-সমর্থক। আয়োজন করা হয় বিশাল মধ্যাহ্নভোজের। কর্মীরা মাঠের ধারে বসে খাওয়া-দাওয়া উপভোগ করেন, যা এক পিকনিকের চেহারা নেয়। উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। শওকত মোল্লা জানান, তৃণমূল কংগ্রেস একটি পরিবার। একসঙ্গে খাওয়া-দাওয়া, খেলাধুলো এবং কর্মীদের উৎসাহ বাড়ানোর মাধ্যমে আমরা ২০২৬ সালের নির্বাচনে বিরোধীদের বিপুল ভোটে পরাজিত করব। এই কর্মসূচি দলের ঐক্য ও কর্মীদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি করেছে।

Latest article