প্রতিবেদন : বিজেপি দূষিত করছে ভারতের মৌলিক ঐক্য। বাংলায় কথা বললেই দেশের বৈধ নাগরিকদের দাগিয়ে দিচ্ছে ‘বাংলাদেশি’ বলে। হেনস্থা, মারধর তো চলছেই, পুশব্যাকও করে দেওয়া হচ্ছে। বিজেপির রাজ্যে আক্রান্ত হচ্ছে বাংলা, বাঙালি ও বাংলা ভাষা। তারই প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। গান্ধীমূর্তির পাদদেশে শনি ও রবিবার নিয়ম করে চলছে ধরনা আন্দোলন। এদিন বাংলা ভাষার সম্মান ও বাংলার সম্মান রক্ষায় ধরনা মঞ্চ থেকে গর্জে উঠল তৃণমূল যুব কংগ্রেস (TMC)। প্রতিবাদ আন্দোলনে বিজেপির বিদ্বেষ-রাজনীতির বিরুদ্ধে সরব হন উত্তরের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, দক্ষিণের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়৷ সরব হন বৈশ্বানর চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, শক্তিপ্রতাপ সিং, সৌম্য বক্সি, প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, পূজা পাঁজা, সন্দীপরঞ্জন বক্সি-রাও।
রাখিবন্ধন উৎসবের দিনে এই ধরনা আন্দোলন থেকে মৈত্রী ও ঐক্যের ডাক দেন তৃণমূল যুবনেতারা। সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবাদ জানান তাঁরা। বাংলার রাজ্য সঙ্গীত দিয়ে এই বিক্ষোভ আন্দোলনের সূচনা হয় এদিন। তারপর একে অপরের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দেন। ধরনা মঞ্চ থেকে তৃণমূল নেতা-নেত্রীরা বলেন, বাঙালিদের মধ্যে কোনও ধর্মের ভেদাভেদ, জাতির রেষারেষি ছিল না। এখন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিদ্বেষের বিষ ঢুকিয়ে দিতে চাইছে। এই অপচেষ্টাই আমাদেরকে রুখতে হবে। বাঙালিরা এক হয়ে এর প্রতিবাদে সরব হবে। একসঙ্গে সম্প্রীতি ও সংহতি বজায় রেখে দেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করবে।
আরও পড়ুন- কলকাতা থেকে জেলা, রাখি-উৎসবে বাংলা