সংবাদদাতা, ডায়মন্ড হারবার : উত্তর থেকে জেলায় জেলায় আলোড়ন তুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার (Trinamoole Nobo Jowar) যাত্রা মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনা থেকে প্রবেশ করবে দক্ষিণ ২৪ পরগনায়। এদিন ভাঙড়ের ঘটকপুকুরে ঢুকবেন বিকেল তিনটে নাগাদ। এখানে একটি সভা করবেন বলে জানা গিয়েছে। এরপর ঘটকপুকুর থেকে সোনারপুরে আসবেন। এখানে রোডশো করার কথা। রাতে পৌঁছবেন ক্যানিং। ক্যানিং স্টেডিয়ামে রাত্রিবাস করবেন। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা নিয়ে জেলা জুড়ে একাধিক প্রস্তুতিবৈঠক হয়েছে। এক সপ্তাহ আগে দলের নেতা-কর্মীরা একাধিক বৈঠক করেছেন। এই নবজোয়ার (Trinamoole Nobo Jowar) যাত্রা ঘিরে জেলা জুড়ে সাজ-সাজ রব। কলকাতা লাগোয়া এই জেলায় ভাঙড় আসন ছাড়া বাকিগুলি তৃণমূল কংগ্রেসের দখলে। সেই ভাঙড় দিয়েই নবজোয়ার যাত্রা সূচনা করছেন অভিষেক। এই যাত্রার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এই জেলা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। বাম আমলে ২০০৮ সালে জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। জেলার তিনটে লোকসভা তৃণমূলের দখলে। অভিষেক ডায়মন্ড হারবারের সাংসদ। কোচবিহার দিয়ে যা শুরু হয়েছিল, শেষ হবে এই জেলার কাকদ্বীপে। ১৬ জুন নামখানার ইন্দিরা ময়দানে প্রকাশ্য সভা দিয়ে শেষ হবে নবজোয়ার যাত্রা। সেদিন অভিষেকের সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- এবার সুপার হিট সরাসরি মুখ্যমন্ত্রী, দু’দিনে প্রায় ১২ হাজার সমাধান