প্রতিবেদন : ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকার বিরোধিতা করছিল তৃণমূল কংগ্রেস। কার্যত তৃণমূলের দাবিকে মান্যতা দিতে বাধ্য হয়েছে কমিশন। সোমবারই ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার নির্দেশিকায় বদল আনা হয়েছে। তারপরই মঙ্গলবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক করেন।
মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের সামনে তৃণমূলের প্রতিনিধি দল একগুচ্ছ দাবি পেশ করে।
আরও পড়ুন-হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৩, সুড়ঙ্গে আটকে ৩০০ মানুষ
লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কমিশনের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক চলে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদের। বৈঠকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাংলায় নির্বাচনের তীব্র বিরোধিতা করে তৃণমূল। যুক্তি-সহ কল্যাণের প্রশ্ন, কেন রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে না? রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নিরাপত্তায় নির্বাচনে নিরপেক্ষতা বজায় থাকার দাবিও জানান তিনি। বিএলএ বা বুথ স্তরের এজেন্টদের পরিচয়পত্র নিয়েও কমিশনের কাছে আপত্তি জানিয়েছে তৃণমূল। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও বেশি সুরক্ষিত ও শক্তিশালী করতে মূল উদ্বেগের বিষয়গুলি নিয়ে একগুচ্ছ গঠনমূলক পরামর্শ পেশ করা হয় কমিশনের কাছে।
আরও পড়ুন-দেওঘরগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত এক প্রৌঢ় এবং দু’টি মোষ
জাতীয় নির্বাচন কমিশন বিহার নির্বাচনের নামে যে নয়া নির্দেশিকা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল প্রতিনিধি দল। কমিশনের কাছে ’২৪ সাল পর্যন্ত দেশের সমস্ত ভোটারদের নিঃশর্তে সংযুক্ত করার আবেদন জানানো হয়েছে। মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে ভোটের আগে বাল্ক ভুয়ো ভোটার তালিকাভুক্ত করার নিদর্শন টেনে তীব্র বিরোধিতা করা হয়। প্রশ্ন তোলা হয়েছে, ৫০-৬০ বছর বয়সিরা কীভাবে হঠাৎ করে বিপুল সংখ্যায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়? তৃণমূলের সাফ দাবি, ভোটের কয়েকমাস আগে রাজনৈতিক দলগুলিকে না জানিয়ে ভোটার সংযুক্তকরণ করা যাবে না। পাশাপাশি, এদিন ভোটার ও আধার সংযুক্তকরণের প্রয়োজনীয়তা নেই বলে কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রতিনিধি দলের সমস্ত বক্তব্য শুনে কমিশন আশ্বস্ত করেছে, তাঁরা বিষয়গুলি বিবেচনা করে দেখবেন।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…