জাতীয়

মহারাষ্ট্রের ভোটেও তৃণমূলের বাংলা মডেল অনুকরণ সব দলের

প্রতিবেদন : বাংলায় রাজনীতি করতে গিয়ে বিজেপি ও কংগ্রেস নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনউন্নয়নের যে প্রকল্পগুলি নিয়ে সমালোচনা করেন, অন্যান্য রাজ্যে সেই মডেলই নির্লজ্জভাবে অনুসরণ করছে বিজেপি-কংগ্রেস। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগেও তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অনুকরণ চলছে দেদার। বাংলায় ক্ষমতায় এলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করার হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা, তখন মহারাষ্ট্রে বিজেপি জোট সরকারের তুরুপের তাস বাংলা মডেল। ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ধাঁচে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার ‘লাডকি বহিন’ প্রকল্প চালু করেছে। সেই টাকার অঙ্কবৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে এখন প্রচারে নেমেছে শাসক বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত পাওয়ার) ‘মহাজুটি’ এবং বিরোধী কংগ্রেস-শিবসেনা (উদ্ধব ঠাকরে)-এনসিপি (শারদ পাওয়ার)-এর ‘মহাবিকাশ আঘাড়ি’।
২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনের পরেই মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ’২৪-এর লোকসভা নির্বাচনের আগে সেই প্রকল্পের অর্থবৃদ্ধি করা হয়। মহারাষ্ট্র-সহ দেশের অন্যান্য অনেক রাজ্যই ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অনুকরণ করেছে। মধ্যপ্রদেশের বিজেপি সরকার, কর্নাটকের কংগ্রেস সরকারও ইতিমধ্যেই বাংলার উন্নয়নের মডেল অনুকরণ করে ক্ষমতায় এসেছে। মারাঠাভূমে প্রায় দু’সপ্তাহ পরেই ভোট। নির্বাচনী সাফল্য পেতে বাংলার পথে হেঁটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ধাঁচে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকার ‘লাডকি বহিন’ প্রকল্প চালু করেছিল। এতে মহিলাদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। ভোট প্রচারে কোলাপুরে বিজেপির জোটের সভায় শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ২১০০ টাকা করা হবে। এরপরেই বুধবার মুম্বইয়ে প্রচারে বিরোধীদের ‘মহাবিকাশ আঘাড়ি’র যৌথ প্রচার মঞ্চ থেকে রাহুল গান্ধী, শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরা প্রতিশ্রুতি দেন, তাঁরা ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী যোজনা’ চালু করবেন। সেখানে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ প্রতিশ্রুতি এবং পাল্টা-প্রতিশ্রুতি দুই-ই বাংলার মডেল ধার করে।

আরও পড়ুন-পাঁচ রাজ্য সফর বয়কট জেপিসির সদস্য বিরোধী সাংসদদের : কল্যাণ

অন্যদিকে বাংলায় যে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রে সেই মডেল সামনে রেখে প্রতিশ্রুতি দিচ্ছে শাসক-বিরোধী সবপক্ষ। কৃষিঋণ মকুবের পাশাপাশি বার্ষিক আর্থিক সহায়তা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে ‘মহাজুটি’। কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের উপরেও অতিরিক্ত ২০ শতাংশ ভরতুকি দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে ইস্তাহারে। এর পাশাপাশি, প্রবীণদের মাসিক পেনশন ১৫০০ থেকে বাড়িয়ে ২১০০ টাকা করা এবং ১০ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বছরে ২৫ লক্ষ কর্মসংস্থানের অঙ্গীকার রয়েছে। এর পাশাপাশি তৃণমূলের ইস্তেহারে উল্লিখিত ‘দিদির শপথ-১০ অঙ্গীকার’-এর আদলে কোলাপুরের সভায় ১০টি ‘গ্যারান্টি’র ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে। তার পাল্টা আবার পাঁচ ‘গ্যারান্টি’র প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল-শারদ-উদ্ধবরা। বেকারদের ৪০০০ টাকা মাসিক অর্থ সাহায্য, ৩ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব, ২৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা এবং জাতগণনা করে তার রিপোর্টের ভিত্তিতে সংরক্ষণের ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আঘাড়িদের তরফে। সব মিলিয়ে তৃণমূলের প্রকল্পকে দান-খয়রাতি বলে কটাক্ষ করে এখন ক্ষমতায় থাকতে নিজেরাই সেই প্রকল্পের দিকে হাত বাড়াচ্ছে মহারাষ্ট্রের শাসক-বিরোধী দুই পক্ষই।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago