সংবাদদাতা, রানিগঞ্জ : রানিগঞ্জ বিধানসভা দিয়ে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের ব্লকভিত্তিক কর্মী সম্মেলন শুরু হল মঙ্গলবার থেকে। মঙ্গলবার রানিগঞ্জের লক্ষ্মীবাটিকা কমিউনিটি হলে অনুষ্ঠিত কর্মিসভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা চেয়ারম্যান হরেরাম সিং-সহ ব্লক তৃণমূল নেতৃত্ব।
আগামী বিধানসভা ভোটে রানিগঞ্জে বিপুল ভোটে জয়ের শপথ নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বিধায়ক ও দলের জেলা সভাপতি বার্তা দেন, আগামী লোকসভা নির্বাচনে রানিগঞ্জ বিধানসভার যে ওয়ার্ডগুলিতে প্রাপ্ত ভোটের নিরিখে দল পিছিয়ে আছে, সেগুলি জিতিয়ে ফিরিয়ে আনতে হবে। রানিগঞ্জ ব্লকের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি বেঁধে দেবেন জেলা নেতৃত্ব। যে ওয়ার্ডগুলি ভোটে পিছিয়ে আছে জবাবদিহি করতে হবে কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিকে।