উপনির্বাচনের আগেই তৃণমূলের তুমুল সাফল্য, কাঁথিতে সমবায় নির্বাচনে সবুজ-ঝড়

বিধানসভা উপনির্বাচনের আগে বড়সড় সাফল্য তৃণমূলের। সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে কার্যত কুপোকাত রাজ্যের বিরোধীদল বিজেপি

Must read

সংবাদদাতা, কাঁথি : বিধানসভা উপনির্বাচনের আগে বড়সড় সাফল্য তৃণমূলের। সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে কার্যত কুপোকাত রাজ্যের বিরোধীদল বিজেপি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ (kANTHI) ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পতাপুকুরিয়া অনন্তরাউল সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচন হয়। যেখানে মোট ৪১টি আসনের ৩৭টি আসন দখল করে তৃণমূল। বাকি চারটি পেয়ে মুখরক্ষা করেছে বিজেপি। যদিও তারা সবক’টি আসনেই প্রার্থী দিয়েছিল। মঙ্গলবার সকাল থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে সমবায় চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এই সমবায় সমিতির মোট ভোটার ১০৫৬ জন। যার মধ্যে মঙ্গলবার ৮০% সদস্য ভোট দেন। গত লোকসভা নির্বাচনে ওই বিধানসভায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল। তবে বিজেপির দ্বারা যে উন্নয়ন সম্ভব নয়, তা বুঝতে পেরে মানুষ তৃণমূলকে উজাড় করে ভোট দিয়েছে। সকাল থেকে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিকেল চারটে পর্যন্ত ভোট হয়। কড়া পুলিশি নিরাপত্তায় গণনা শুরু হয়। ফলপ্রকাশ হতেই আবির খেলা এবং মিষ্টিমুখে মেতে ওঠেন তৃণমূল প্রার্থী ও নেতৃত্ব।

আরও পড়ুন-মণিপুরে উদ্ধার দগ্ধ ২ প্রৌঢ়ের দেহ, বন্‌ধ-কার্ফুতে স্তব্ধ জিরিবাম

স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি সুনীতকুমার পট্টনায়ক জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্যানেলকে ভোট দিয়েছে। এর থেকে প্রমাণিত, পশ্চিমবঙ্গে বিজেপির যেটুকু শক্তি ছিল তাও ক্ষয় হয়ে যাচ্ছে। যেটুকু আছে আগামিদিনে তাও ধরে রাখতে পারবে না। বিজেপি যতই সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করুক, মানুষ আমাদের পাশেই রয়েছেন।

Latest article