সংবাদাতা,আলিপুরদুয়ার : অমৃত ভারত প্রকল্পে গত তিন বছর আগে ফালাকাটা স্টেশনের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছিল ভারতীয় রেল। কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ, কয়েক মাস ধরে বন্ধ রয়েছে সেই কাজ। কাজ শুরুর সময় ফালাকাটা স্টেশনের পুরনো বেশকিছু পরিকাঠামো ভেঙে ফেলা হয়। নতুন নির্মাণকাজও বর্তমানে বন্ধ। এর ফলে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন ভাঙা পরিকাঠামো। আর এই কারণেই যাত্রীরা স্টেশনে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। অমৃত ভারত প্রকল্পে ফালাকাটার মতো গুরুত্বপূর্ণ স্টেশনের ভোল বদলে দেওয়ার কথা থাকলেও কাজের কাজ কিছুই এখনও হয়নি। এছাড়াও স্টেশন পর্যন্ত যাওয়ার মূল সড়কটির অবস্থাও চলার যোগ্য নেই।
আরও পড়ুন-নিষিদ্ধপল্লীর শিশুদের শিক্ষার আলো দেখাচ্ছেন ডিআই
সোমবার এই সমস্ত কাজ দ্রুত করার দাবি নিয়ে ফালাকাটা স্টেশনে ডেপুটেশন জমা দিল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। স্টেশনের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষিণ ভারতগামী ট্রেনের স্টপ, রেল স্টেশনে যাওয়ার রাস্তায় পথবাতি লাগানোর বিষয়টিও ওই ডেপুডেশনে জানানো হয়েছে। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে বলেন, ‘‘দীর্ঘদিন ধরে রেলের বঞ্চনার শিকার ফালাকাটার বাসিন্দারা। এই মুহূর্তে স্টেশনটির অবস্থা খুব খারাপ। স্টেশনের পথ একেবারে ভাঙা, সেই পথে রাতে পথবাতি জ্বলে না। এই এলাকা থেকে চিকিৎসার জন্য বহু মানুষ দক্ষিণ ভারতে যান। দীর্ঘদিনের দাবি থাকলেও দক্ষিণ ভারতগামী কোনও ট্রেনের স্টপেজ এখানে নেই। আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবিগুলো আজ রেলকে জানিয়েছি। দ্রুত দাবি না মিটলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।’’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…