বিরোধীদের কুৎসার পাল্টা জবাব তৃণমূলের

Must read

প্রতিবেদন : মেদিনীপুরে স্যালাইনের ঘটনা নিয়ে বিরোধীদের কুৎসা, চক্রান্ত ক্রমশ প্রকাশ্যে। কেউ কেউ স্বভাববশে সিবিআই তদন্তের দাবি জানিয়েও বসে আছেন! ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার বিকেলে তিনি বলেন— এক, সিবিআই তদন্ত আমাদের দেখাবেন না। আরজি করের ঘটনার পর যাঁরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন, তাঁরাই পরে সিবিআই চান না বলে আওয়াজ তুলেছিলেন। নিজেদের মনমতো সিদ্ধান্ত না হলে তদন্তকারী এজেন্সি অপছন্দ হয়।

আরও পড়ুন- ৪ সন্তান জন্ম দিলে মিলবে ১ লাখ! আজব ঘোষণা মধ্যপ্রদেশের সরকারি বোর্ড প্রধানের

দুই, যে ঘটনা ঘটছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে, তা খারাপ। সরকার তদন্ত থেকে শুরু করে যা যা করার তাই করছে। এর মধ্যে রাজনীতি অনুপ্রবেশ করুক তৃণমূল কংগ্রেস চায় না। কেউ কেউ রাজনৈতিক অভিসন্ধি শুরু করেছে। এই পরিস্থিতিতে হাসপাতালের যাঁরা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাঁদের ভূমিকাও তদন্ত করে দেখতে হবে। তৃতীয়ত, মনে রাখতে হবে, মিথ্যা প্রচার কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার প্রমাণ আরজি করের রক্তমাখা গ্লাভসের ‘গল্প’। তদন্ত শেষে দেখা যায় কুৎসা আর মিথ্যাচার কোন পর্যায়ে পৌঁছেছিল। এমনকী হাসপাতালে হামলার চক্রান্তের পিছনেও ছিল সিপিএম। আরজি করের ঘটনায় যারা উসকানি-চক্রান্ত-মিথ্যাচার করেছে, মেদিনীপুরের ঘটনায় তাদের কোনও ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ঘটনা নিয়ে সরকার যা করার করছে। সেই কারণে দল কিছু বলছে না। কিন্তু চক্রান্ত করলে পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না তৃণমূল কংগ্রেস (TMC)।

Latest article