সংবাদদাতা, আসানসোল : এবিএলের এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস (TMC)। এই সমবায়ের ১২টি আসন ও ১৪৯ জন ভোটার রয়েছে। ৪ ও ৫ এপ্রিল মনোনয়নপত্র তোলা ও দাখিলের সময়সীমা নির্দিষ্ট ছিল। এই দু’দিনই বিরোধী দলের তরফে কেউই মনোনয়নপত্র তোলা বা জমা দিতে আসেননি।
আরও পড়ুন-নওশাদকে আইনি নোটিশ অভিষেকের
ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গেলেন তৃণমূল প্রার্থীরা। এর পরই বিজয়োল্লাসে মেতে ওঠেন কর্মী ও সমর্থকরা। একে অপরকে সবুজ আবির মাখানোর পাশাপাশি মিষ্টিমুখও করেন। প্রসঙ্গত, ২০২০ সালের এই সমবায় নির্বাচনে ২টি আসন তৃণমূল এবং ১০টি সিপিএম ও কংগ্রেসের জোটের দখলে ছিল। এবারের নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের তরফে কোনও মনোনয়নপত্রই জমা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই বিনা লড়াইয়ে জয়লাভ করে তৃণমূল।