ভুয়ো ভিডিও, মিথ্যাচার ধরিয়ে দিলেন তৃণাঙ্কুর

Must read

প্রতিবেদন : আবার ফেক ভিডিও ছড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার চেষ্টা। বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের (Bhairab Ganguly College) ‘ফেস্ট’-এর দৃশ্য বলে সংবাদমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওকে ভুয়ো বলে দাবি করে বিরোধীদের কুৎসা ওড়ালেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মাথায় গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্রনেতা রানা বিশ্বাসের নাচের দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে। রাজনৈতিক ফায়দা তুলতে বিরোধীরা কোনও প্রমাণ ছাড়াই সেই দৃশ্যকে ভৈরব গাঙ্গুলি কলেজের (Bhairab Ganguly College) ‘ফেস্ট’ বলে কুৎসা ছড়াচ্ছে। সেই অপপ্রচারের প্রসঙ্গে টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুরের দাবি, তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র বিরোধীদের। ওটা কোনও কলেজ ফেস্টের ভিডিও-ই নয়। তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য, এটি রানা বিশ্বাসের একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠান। গতবছর ৯ এপ্রিল সল্টলেকের অর্কিড গার্ডেনে এক বন্ধুর অনুষ্ঠানে তিনি জনপ্রিয় ‘জামাল কুদু’ গানের সঙ্গে নাচ করেন। আর তাঁর মাথার গ্লাসে মদ নয়, জল ছিল। টিএমসিপি-কে কালিমালিপ্ত করতে এটা বিরোধীদের ষড়যন্ত্র।

আরও পড়ুন- বাংলাদেশে পুশব্যাক, রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

Latest article