রাজ্যপাল-নিযুক্ত উপাচার্যেরা শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণ চান

শিলিগুড়িতে তুমুল সমালোচনায় তৃণাঙ্কুর

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শিক্ষাপ্রতিষ্ঠানে গৈরিকীকরণের চেষ্টা করছেন রাজ্যপালের দ্বারা নিযুক্ত উপাচার্যেরা। বিশ্ববিদ্যালয়কে রাজনীতির প্রচারমঞ্চে পরিণত করা হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা তা প্রমাণ করে দিল। এর প্রতিবাদে শনিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি হয়। ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিজেপির দার্জিলিং কেন্দ্রের লোকসভার সম্ভাব্য প্রার্থী হর্ষবর্ধন শ্রীঙলাকে আমন্ত্রণ জানিয়ে মোদি সরকারের গুণগান করান উপাচার্য সি ভি রবীন্দ্রন। ভরা সভাকক্ষে সমস্ত ছাত্রছাত্রীর সামনে নিজেকে মোদির খাস লোক হিসেবেই তুলে ধরেন। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পড়ুয়ারা। তৃণমূল ছাত্র পরিষদও তীব্র নিন্দা করেছে। তৃণাঙ্কুর বলেন, আমরা প্রথম থেকেই বলেছিলাম, রাজ্যপাল যে উপাচাযর্দের নিয়োগ করছেন, তাঁদের শিক্ষাগত কোনও যোগ্যতা নেই। রাজ্যপাল শুধুমাত্র শিক্ষাক্ষেত্রকে গৈরিকীকরণের জন্য এই ভিসিদের নিয়োগ করেন। সেই কথা সত্যি প্রমাণিত হল। এঁরা সবসময় চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়গুলিকে রাজনীতির ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে। শিক্ষিত সমাজকে ভুলপথে চালিত করছে। আমরা ধিক্কার জানাই।

আরও পড়ুন- জঙ্গলমহলে মহিলা তৃণমূলের পাড়াবৈঠক

Latest article