দিল্লিতে ট্রিপল মার্ডার, প্রশ্নে আইনশৃঙ্খলা, বাড়ির ভিতরে দম্পতি ও মেয়েকে হত্যা

মহিলা-শিশু কেউই নিরাপদ নয়। বুধবার দিল্লির ট্রিপল মার্ডার শাহের দফতরের ব্যর্থতা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Must read

প্রতিবেদন : জাতীয় রাজধানী দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাকের ডগায় প্রতিদিন হত্যা, রাহাজানি ঘটেই চলেছে দেশের রাজধানী শহরে। মহিলা-শিশু কেউই নিরাপদ নয়। বুধবার দিল্লির ট্রিপল মার্ডার শাহের দফতরের ব্যর্থতা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আরও পড়ুন-চিনে বসেই মরক্কোর রোগীর অস্ত্রোপচার ফরাসি চিকিৎসকের, দীর্ঘতম দূরবর্তী সার্জারির রেকর্ড

এদিন সকালে এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং কন্যাকে দক্ষিণ দিল্লির দেবলিগ্রাম এলাকায় নিজেদের বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন রাজেশ কুমার, (৫১), তাঁর স্ত্রী কোমল (৪৬), এবং কন্যা কবিতা (২৩)। পুলিশ জানিয়েছে, সকালে এই হত্যার ঘটনা সেসময় ধরা পড়ে যখন মৃত দম্পতির পুত্র অর্জুন তাঁর জিম সেশন থেকে ফিরে আসেন। দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ অঙ্কিত চৌহান বলেছেন, সকাল প্রায় ৬:৫৩ মিনিটে একটি পিসিআর কল পাওয়া যায় এই হত্যা সম্পর্কে। অপরাধ ও ফরেনসিক দলকেও ঘটনাস্থলে ডাকা হয় প্রমাণ সংগ্রহ করতে। প্রাথমিকভাবে বাড়ি থেকে কোনও জিনিসপত্র চুরি বা লুটপাটের ঘটনা ঘটেনি। আরও তদন্ত চলছে। নেবসরাই পুলিশ স্টেশনে হত্যার মামলা দায়ের করা হয়েছে। সাতসকালে দিল্লির বুকে তিনজনের খুনের ঘটনা নিয়ে আম আদমি পার্টির সুপ্রিমো এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক্স বার্তায় বলেছেন, নেবসরাইয়ের একই বাড়িতে তিনটি হত্যা অত্যন্ত দুঃখজনক এবং ভয়ঙ্কর। দিল্লিবাসী রোজই এমন ভয়ঙ্কর সংবাদ শুনে দিন শুরু করে। অপরাধীদের মুক্ত হাতে ছেড়ে দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বাড়ি-ঘর ধ্বংস হচ্ছে, নিরপরাধ জীবন হারাচ্ছে। আর যাদের ওপর মানুষের প্রাণ ও সম্পদ রক্ষার দায়িত্ব, তারা চুপচাপ সব অপরাধ ঘটতে দেখছে। কেন্দ্রীয় সরকার কি এখনও চুপ থাকবে? দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক? মোদির দল কি এখনও বলবে যে দিল্লিতে অপরাধ কোনও সমস্যা নয়?

Latest article