আগরতলা : ত্রিপুরায় গেরুয়া শিবিরের অন্দরে বিপ্লব দেব বনাম সুদীপ রায় বর্মন (Sudip Roy Burman) গোষ্ঠীর লড়াই অব্যাহত। শুধুমাত্র বিপ্লব দেবের জন্যই বিজেপির সঙ্গে তাঁর মানসিক দূরত্ব বাড়ছে, সেটা ফের একবার বুঝিয়ে দিলেন দলের বর্ষীয়ান বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন।
আরও পড়ুন – ত্রিপুরা তৃণমূলের আইটি সেলের কর্মশালা
নভেম্বরে পুরভোটের আগে ত্রিপুরাজুড়ে লাগামহীন সন্ত্রাসের পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিজেপিরই বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Burman)। মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করে সুদীপ বলেছিলেন, উনি একজন ”প্যারাট্রুপ লিডার”, যিনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। এবার আরও একধাপ এগিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন আগরতলার বিজেপি বিধায়ক। বললেন, এই মুখ্যমন্ত্রী আবোল তাবোল বলার মাস্টার। ওর কোনও কথাকে সিরিয়াসলি নিইনা। ওর কথা আর কাজে কোনও মিল নেই। সুদীপের অভিযোগ, রাজ্যে এক ব্যক্তির শাসন চলছে। নেতা থেকে মন্ত্রী কারও কোনও ক্ষমতা নেই। আইন-শৃঙ্খলা লাটে উঠেছে। আর পুলিশ প্রশাসন এখানে ঠুঁটো জগন্নাথ!
দিন কয়েক আগে ঘনিষ্ঠমহলে ২০২৩ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে না লড়ার ইঙ্গিত দিয়েছেন সুদীপ। তার কয়েকদিনের মধ্যেই ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন তিনি। তাহলে কি সুদীপ রায় বর্মনের বিজেপি ত্যাগ শুধু সময়ের অপেক্ষা? এ প্রসঙ্গে বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বলেন, যা বলার আগেই বলেছি। আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে লড়ব না। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছি। সকলের সঙ্গে কথা বলছি। সময় মতো সিদ্ধান্ত নেব।