ত্রিপুরায় গুণ্ডারাজ, দিনভর তৃণমূলের প্রতিবাদ-মিছিল-

গুরুতর আহত মামনকে রবিবারই আনা হচ্ছে কলকাতায়।

Must read

প্রতিবেদন : ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতৃত্ব সহ দলের একাধিক নেতা-কর্মী শুক্রবার ত্রিপুরার জন্য তৃণমূল কর্মসূচি করতে গিয়ে ভয়ঙ্কর ভাবে আক্রন্ত হওয়ায় শনিবার ত্রিপুরার ডিজির কাছে ডেপুটেশন দিলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আগরতলায় হলো প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা।

শনিবার দুপুর ১২টায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডাঃ শান্তনু সেন, সুস্মিতা দেব, মন্ত্রী মলয় ঘটক, সুবল ভোমিক ও বাপটু চক্রবর্তী ডিজিকে ডেপুটেশন দেন। ডেপুটেশন দেওয়ার পর আগরতলায় মিছিল করে জিবি মোড় পর্যন্ত যান দলের নতা-কর্মী-সমর্থকরা। সেখানেই হয় বিশাল প্রতিবাদ সভা। বিকেল থেকে অনেক রাত পর্যন্ত এই সভা চলে। এদিন ডেপুটেশন দেওয়ার পর সাংসদ সুস্মিতা দেব বলেন, “আমরা স্পষ্ট করে গোটা ঘটনা জানিয়েছি। যারা যারা যুক্ত ছিল তাদের নাম সুস্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছি৷ ঘটনার বিবরণ দিয়ে তথ্য-প্রমাণ হিসেবে আমরা কিছু ভিডিও ফুটেজও জমা দিয়েছি। যেখানে পরিস্কার দেখা যাচ্ছে, কারা ঘটনার সঙ্গে যুক্ত। আমরা প্রত্যক্ষদর্শীদের নামও জানিয়েছি। আমরা চাই দোষিরা শাস্তি পাক। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে৷”

আরও পড়ুন করোনা রুখতে তৎপর রাজ্য

তবে অভিযোগ ফেলে না রেখে যাতে যথাযথ সময়ে ব্যবস্থা নেওয়া হয় তার সে বিষয়টি নিয়ে ডিজিকে বিশেষ ভাবে আর্জি জানানো হয়েছে তৃণমূল প্রতিনিধি দলের পক্ষ থেকে।
এ প্রসঙ্গে সাংসদ সুস্মিতা দেব বলেন, “এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা যখন চালানো হয়েছিল সেই ঘটনায় এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। পুলিশ এভাবে দোষিদের নিরাপত্তা দেওয়ার কোনও মানে হয় না। তাই আমরা চাইছি দোষিদের শাস্তি দেওয়া হোক। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক ত্রিপুরায়।”

সাংসদ ডাঃ শান্তনু সেন জানান, দলের যুব নেতা মামন খানের শারীরিক অবস্থা সংকটজনক। তাঁর শরীরের একাধিক জায়গায় ভয়ানক আঘাত রয়েছে। বিশেষ চিকিৎসার জন্য মামনকে রবিবার সকালেই বিমানে কলকাতায় আনা হচ্ছে। বিমানবন্দর থেকে মামনকে সরাসরি এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হবে।

Latest article