প্রতিবেদন : ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ এই কর্মসূচি করতে গিয়ে ফের সে রাজ্যে আক্রান্ত হল তৃণমূল কংগ্রেস। আমতলি বাজারে দলের গাড়ি ভাংচুর করে বিজেপি’র গুণ্ডারা। গাড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
এই প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন , ‘বিপ্লব দেবের নেতৃত্বে গুন্ডারাজ এক নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। প্রত্যেক দিন রেকর্ড তৈরি করছে। ত্রিপুরা বিজেপির আমাদের রাজ্যসভার মহিলা সাংসদকে এভাবে আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। সময় এসে গিয়েছে ত্রিপুরার মানুষ এর উত্তর দেবে’।
আরও পড়ুন : লক্ষ্মীপুজোর পরেই ১ কোটি গৃহলক্ষ্মীর অ্যাকাউন্টে ঢুকল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
লক্ষ্মীপুজোর দিন ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূল কংগ্রেস কর্মী। পশ্চিম ত্রিপুরার খয়েরপুরে তৃণমূল কংগ্রেস কর্মী দুলাল দাসকে ব্যাপক মারধর করেছিল বিজেপির আশ্রিত গুণ্ডারা। পশ্চিম ত্রিপুরার খয়েরপুরের বনিক্কা চৌমহনিতে তৃণমূল কংগ্রেসের সংগঠনের কাজ করেন দুলাল দাস। মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এই খবর পেয়ে ওই দিন রাতে তার দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি। প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়য়। দুলাল দাস জানিয়েছিলেন মঙ্গলবার রাতে তিনি তাঁর দোকান বন্ধ করছিলেন হঠাৎ কিছু বিজেপি তাঁর দোকানের সামনে আসে। তারপর তাঁকে মারধর করতে থাকে। দোকান ভাঙচুর করে। হুমকি দেয় তিন যেন তৃণমূল কংগ্রেস না করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় গিয়েছিলেন, তখনও তাঁর উপর হামলা চালায় বিজেপি। বাঁশ দিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করা হয়। এরপরে তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলা হয়। তৃণমূল সাংসদের প্রতিনিধি দল যখন যান, তখন তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এবার সেখানে আক্রান্ত হলেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব।