Tripura: বিজেপির সন্ত্রাস,  ত্রিপুরায় মোমবাতি মিছিল তৃণমূলের

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের কড়া সুরক্ষা নির্দেশের দিয়েছে। তারপরও ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল । ওয়ার্ডে ওয়ার্ডে আক্রান্ত হচ্ছেন প্রার্থীরা। নীরব  পুলিশ প্রশাসন।

ত্রিপুরায় লাগাতার গেরুয়া সন্ত্রাসের মধ্যে আজ, বৃহস্পতিবার ফের আক্রান্ত হলেন তৃণমূলের পুরভোটের প্রার্থী। আগরতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিকাশ সরকারের উপরে নির্মম আক্রমণ চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুন : গোয়ায় হবে বাংলা মডেল, ঘোষণা ফালেরিওর

এই ঘটনার পর তৃণমূলের দাবি, পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বিজেপির। তৃণমূলের উত্থানে শঙ্কিত হয়েই এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি। সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে পুরভোটে বিজেপির পরাজয় নিশ্চিত। তাই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যেখানে প্রার্থীরা আক্রান্ত, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির।

এখানেই শেষ নয়। বিজেপির এমন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আগরতলার ১১ নম্বর ওয়ার্ড থেকে জিবি মোড় অবধি একটি মোমবাতি মিছিল করে বৃহস্পতিবার সন্ধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য নেতৃত্ব।

 

 

Latest article