হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার আগরতলায় প্রতিবাদ মিছিল করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস (Tripura Trinamool Congress)। দলের স্টিয়ারিং কমিটির নেতা সুবল ভৌমিকের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল গোটা আগরতলা শহর জুড়ে পরিক্রমা করে।
কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী- সমর্থক এদিন হকার উচ্ছেদের প্রতিবাদে সামিল হন।
আরও পড়ুন: ২ মার্চ রাজ্যের ১০৮ পুরসভার ফল ঘোষণা হতে চলেছে, জানিয়ে দিল কমিশন
আগরতলা শহর জুড়ে হকার উচ্ছেদের পরিকল্পনা করেছে ত্রিপুরার বিজেপি সরকার (BJP Government)। এতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কয়েক লক্ষ মানুষের রুজি- রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ত্রিপুরা ত্ণমূল কংগ্রেস নেতৃত্ব শহরেরর হকারদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হয়েছে। সুবল ভৌমিক (Subal Bhowmik) জানান, ত্রিপুরার বিজেপি সরকার যদি হকার উচ্ছেদের সিদ্ধান্ত বদল না করে তবে তৃণমূল কংগ্রেস (Tripura Trinamool Congress) বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।