প্রতিবেদন: বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হিংসা ও রাজনৈতিক হানাহানি চরমে উঠল। শুক্র ও শনি দু’দিন ধরে রাজ্যে উত্তর-পূর্বের গেরুয়া রাজ্যে লুটপাট, অগ্নিসংযোগ, হামলার ঘটনা ঘটছে। গ্রেফতার ৫। শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এক জনজাতি যুবকের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর দ্রুত ছড়িয়েছে হিংসা। দুষ্কৃতী হামলায় জনজাতি যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় উত্তেজনা চরমে ওঠে।
আরও পড়ুন-পরপর বিপত্তি! এবার লক্ষাধিক টাকার মহাপ্রসাদ নষ্টের অভিযোগ সেবায়েতের
বাড়িঘরে আগুন লাগানো, ভাঙচুর চলতে থাকে। পরিস্থিতির মোকাবিলা করতে নেমে আহত হন পুলিশ ও বিএসএফ কর্মীরা। রাজ্য সরকার নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ বিরোধীদের। এর পাশাপাশি পশ্চিম ত্রিপুরার একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে। অগাস্টের প্রথম সপ্তাহে সেখানে ত্রিস্তর পঞ্চায়েত ভোট। তার আগে দুষ্কৃতী নামিয়ে বিরোধীদের ভোটের ময়দান থেকে সরিয়ে দিতে মনোনয়ন পেশে লাগাতার বাধা দিচ্ছে বিজেপি। প্রসঙ্গত, ত্রিপুরার ৬৩৭০টি গ্রাম পঞ্চায়েত, ৩৫টি পঞ্চায়েত সমিতি ও আটটি জেলা পরিষদে ভোট হবে ৮ অগাস্ট।