বাংলার গদ্দারদের কায়দাতেই হুমকি ত্রিপুরার বিজেপি বাহিনীর

এসআইআর শুরু হওয়ার আগেই ত্রিপুরায় আতঙ্ক ছড়াচ্ছে সে রাজ্যের শাসকদল বিজেপি।

Must read

আগরতলা: এসআইআর শুরু হওয়ার আগেই ত্রিপুরায় আতঙ্ক ছড়াচ্ছে সে রাজ্যের শাসকদল বিজেপি। বেছে বেছে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে গিয়ে বাসিন্দাদের হুমকি দিচ্ছে বিজেপি নেতা-কর্মীরা। বলছে, তোমাদের নাম ২০০২-এর ভোটার লিস্টে নেই। কারও কাছে চাওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেট, কোথাও বলা হচ্ছে, তোমরা বাংলাদেশি। অবিলম্বে চলে যাও এখান থেকে। বিজেপি বুঝিয়ে দিচ্ছে, তারা কতটা বাঙালি-বিদ্বেষী। বিএলও বলে পরিচয় দিয়ে তাদের দোসর হয়েছে কিছু লোক। বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন, ত্রিপুরা যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা। এর প্রতিবাদে ২৬ নভেম্বর সেখানে গান্ধীমূর্তির পাদদেশে দু-ঘণ্টার গণ-অবস্থানের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল।

আরও পড়ুন-বিজেপি রাজ্যেই অবাধে সন্ত্রাসের চাষ?

তৃণমূলের অভিযোগ, এখনও ত্রিপুরায় এস আই আর শুরু হয়নি। কোনও বিজ্ঞপ্তিও জারি হয়নি। হবে বলেও কিছু বলা হয়নি। তার আগেই এখানে চক্রান্ত শুরু করেছে বিজেপি। শাসাচ্ছে। ত্রিপুরার জনগণের প্রতি তাঁর আশ্বাস, আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত হবেন না। নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশ না আসা পর্যন্ত যে যাই বলুক, ভয় পাবেন না। পাশের রাজ্য পশ্চিমবঙ্গও একইভাবে পরিস্থিতির শিকার হচ্ছে। ভয়ে কেউ আত্মহত্যা করছেন, কারও হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হচ্ছে। এই ধরনের হুমকি এবং হেনস্থার ঘটনা ঘটলে মানুষের পাশে থাকবে তৃণমূল। শান্তনুর কথায়, বাংলার বিজেপির মতোই এসআইআরের নামে ত্রিপুরায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি। এসআইআরের নামে বাঙালিদের বলা হচ্ছে বাংলাদেশি, রোহিঙ্গা। কিন্তু যাঁরা ভারতীয়, ভারতে জন্ম, তাঁদের একথা বলা হচ্ছে কোন যুক্তিতে? তৃণমূলের স্পষ্ট অবস্থান, যাঁরা ভারতীয়, যাঁরা ভারতীয় সংবিধান মেনে চলবেন, তাঁদের পাশে থাকবে দল। কোনও ভারতীয়র নাম বাদ দিতে দেবে না তৃণমূল। জাতি,ধর্ম,ভাষা— সবকিছুর উপরে উঠে মানুষের জন্য কাজ করবে তৃণমূল। বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করে ত্রিপুরার তৃণমূল নেতা অভিযোগ করেছেন, যে যে রাজ্যে বিজেপি-বিরোধী দল ক্ষমতায় আছে, সেই সেই রাজ্যেই নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআরের নামে চক্রান্ত করছে বিজেপি। বাদ দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ নাম। হেনস্থা এবং হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূলের সাফ কথা, ভারতে বাঙালি ছিল, আছে, থাকবে। ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বক্তব্য, এটা আটকানোর দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের। কিন্তু তারা পুরোপুরি ফ্লপ।

Latest article