জাতীয়

বাংলার গদ্দারদের কায়দাতেই হুমকি ত্রিপুরার বিজেপি বাহিনীর

আগরতলা: এসআইআর শুরু হওয়ার আগেই ত্রিপুরায় আতঙ্ক ছড়াচ্ছে সে রাজ্যের শাসকদল বিজেপি। বেছে বেছে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে গিয়ে বাসিন্দাদের হুমকি দিচ্ছে বিজেপি নেতা-কর্মীরা। বলছে, তোমাদের নাম ২০০২-এর ভোটার লিস্টে নেই। কারও কাছে চাওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেট, কোথাও বলা হচ্ছে, তোমরা বাংলাদেশি। অবিলম্বে চলে যাও এখান থেকে। বিজেপি বুঝিয়ে দিচ্ছে, তারা কতটা বাঙালি-বিদ্বেষী। বিএলও বলে পরিচয় দিয়ে তাদের দোসর হয়েছে কিছু লোক। বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন, ত্রিপুরা যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা। এর প্রতিবাদে ২৬ নভেম্বর সেখানে গান্ধীমূর্তির পাদদেশে দু-ঘণ্টার গণ-অবস্থানের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল।

আরও পড়ুন-বিজেপি রাজ্যেই অবাধে সন্ত্রাসের চাষ?

তৃণমূলের অভিযোগ, এখনও ত্রিপুরায় এস আই আর শুরু হয়নি। কোনও বিজ্ঞপ্তিও জারি হয়নি। হবে বলেও কিছু বলা হয়নি। তার আগেই এখানে চক্রান্ত শুরু করেছে বিজেপি। শাসাচ্ছে। ত্রিপুরার জনগণের প্রতি তাঁর আশ্বাস, আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত হবেন না। নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশ না আসা পর্যন্ত যে যাই বলুক, ভয় পাবেন না। পাশের রাজ্য পশ্চিমবঙ্গও একইভাবে পরিস্থিতির শিকার হচ্ছে। ভয়ে কেউ আত্মহত্যা করছেন, কারও হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হচ্ছে। এই ধরনের হুমকি এবং হেনস্থার ঘটনা ঘটলে মানুষের পাশে থাকবে তৃণমূল। শান্তনুর কথায়, বাংলার বিজেপির মতোই এসআইআরের নামে ত্রিপুরায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি। এসআইআরের নামে বাঙালিদের বলা হচ্ছে বাংলাদেশি, রোহিঙ্গা। কিন্তু যাঁরা ভারতীয়, ভারতে জন্ম, তাঁদের একথা বলা হচ্ছে কোন যুক্তিতে? তৃণমূলের স্পষ্ট অবস্থান, যাঁরা ভারতীয়, যাঁরা ভারতীয় সংবিধান মেনে চলবেন, তাঁদের পাশে থাকবে দল। কোনও ভারতীয়র নাম বাদ দিতে দেবে না তৃণমূল। জাতি,ধর্ম,ভাষা— সবকিছুর উপরে উঠে মানুষের জন্য কাজ করবে তৃণমূল। বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করে ত্রিপুরার তৃণমূল নেতা অভিযোগ করেছেন, যে যে রাজ্যে বিজেপি-বিরোধী দল ক্ষমতায় আছে, সেই সেই রাজ্যেই নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআরের নামে চক্রান্ত করছে বিজেপি। বাদ দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ নাম। হেনস্থা এবং হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূলের সাফ কথা, ভারতে বাঙালি ছিল, আছে, থাকবে। ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বক্তব্য, এটা আটকানোর দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের। কিন্তু তারা পুরোপুরি ফ্লপ।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago