মেলবোর্ন, ২৯ জানুয়ারি : অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ ৪৪ বছরের খরা কাটালেন অ্যাশলে বার্টি। সেই কবে, ১৯৭৮ সালে ক্রিস ও’নিল অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন। তারপর থেকে আর কোনও অস্ট্রেলীয় খেলোয়াড় দেশের মাটিতে আয়োজিত এই গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। শনিবার মার্কিন প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েলা কলিন্সকে ৬-৩, ৭-৬ (৭/২) সরাসরি সেটে হারিয়ে সেই খরা কাটালেন বার্টি। দীর্ঘ চার যুগ পর ফের রড লেভার এরিনায় ট্রফি মুঠোয় নিলেন কোনও অস্ট্রেলীয়!
আরও পড়ুন-আজ ইতিহাসের সামনে নাদাল
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ফর্মে থাকা বার্টি ফাইনালে উঠেছিলেন কোনও সেট না হারিয়ে। এদিন প্রথম সেটেও কলিন্সকে প্রায় উড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় সেটে হঠাৎ করেই ছন্দপতন! বার্টিকে দাঁড় করিয়ে ৩-০ গেমে এগিয়ে যান কলিন্স। একটা সময় তো বার্টি ১-৫ গেমে পিছিয়ে পড়েন। তবে খাদের কিনারা থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ান বার্টি। টানা চার গেম জিতে ৫-৫ করে ফেলেন তিনি। এরপর টানটান উত্তেজনার মধ্যে টাইব্রেকারে দ্বিতীয় সেটও জিতে নিয়ে ইতিহাসে নাম লেখান।
আরও পড়ুন-নেতা রোহিতকেই চান বিরাটের কোচ
এই নিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন বার্টি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর গত বছর উইম্বলডন খেতাব জিতে নেন। এবার অস্ট্রেলিয়ান ওপেন। এই ট্রফি যে তাঁকে বাড়তি তৃপ্তি দিচ্ছে, তা ম্যাচের পর গোপন করেননি বার্টি। তাঁর বক্তব্য, ‘‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো সাফল্য। একজন অস্ট্রেলীয় হিসেবে আজ আমি গর্বিত।”