খেলা

ডায়মন্ড হারবারে ট্রফি পরিক্রমা

প্রতিবেদন: আবির্ভাবেই চমক দিয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। আত্মপ্রকাশের তিন বছরের মধ্যে আই লিগ থ্রি ও টু চ্যাম্পিয়ন হয়ে আগামী মরশুমে (২০২৫-২৬) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। মে দিবসে জোড়া ট্রফি পরিক্রমা শুরু হল অভিষেকের লোকসভা কেন্দ্রে। আগামী একমাস ধরে ট্রফি পরিক্রমা চলবে। ডায়মন্ড হারবারের বাছাই করা ৩০০টি ক্লাবে ঘুরবে ট্রফি। স্থানীয় ক্লাবের ফুটবলার, এলাকার সাধারণ ফুটবলপ্রেমীদের বিজয়োৎসব করার সুযোগ করে দিচ্ছে অভিষেকের ক্লাব।

আরও পড়ুন-অনুষ্কার জন্মদিনে বার্তা বিরাটের

প্রথম দিন বৃহস্পতিবার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ক্লাব পরিক্রমা করে চ্যাম্পিয়ন ট্রফি। ডিএইচএফসি-র সাফল্য নিয়ে আবেগ, উচ্ছ্বাসে ভাসেন সাধারণ মানুষ। অল্প সময়ের মধ্যে অভিষেকের ক্লাব যেভাবে ভারতসেরা হয়ে ইতিহাস তৈরি করেছে তাতে উজ্জীবিত স্থানীয় ক্লাবের ফুটবলার এবং কর্তারা। এলাকার স্থানীয় ক্লাবের ফুটবলার এবং কোচেরা প্রিয় ডায়মন্ড হারবার টিমের জার্সি পরে সেলিব্রেশনে মেতে ওঠেন। তাঁদের অনেকের হাতেই ছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের পতাকা এবং প্ল্যাকার্ড।
বিজয়োৎসবে এদিন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, স্থানীয় বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শামিম আহমেদ, ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণবকুমার দাস এবং ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস। এছাড়াও ছিলেন স্থানীয় টাউন সভাপতি সৌমেন তরফদার, যুব সভাপতি পুষ্পেন্দু মণ্ডল, ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুময় গায়েন-সহ অন্যরা। এরপর বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেও ট্রফি পরিক্রমা করবে। ডায়মন্ড হারবার এফসি-র সহসভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্থানীয় ক্লাব ও সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যেই ট্রফি পরিক্রমা। মূলত কমিনিউনিটি ডেভেলপমেন্টই উদ্দেশ্য। ডায়মন্ড হারবারের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই যাবে ট্রফি। ফ্যান বেস বাড়ানোও আমাদের লক্ষ্য।”

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

10 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

19 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

43 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago