প্রতিরক্ষা দফতরের নাম বদলে দিলেন ট্রাম্প!

এর পাশাপাশি আরও বহু যুদ্ধে জয়ী হয়েছে। তারপরেও কীভাবে এই দেশের কোনও দফতরের নামের আগে প্রতিরক্ষা শব্দটি বসতে পারে?

Must read

প্রতিবেদন: মুখে বলছেন গাজা, ইউক্রেন ও অন্যত্র যুদ্ধ বন্ধ করতে চান, কিন্তু নিজের দেশের প্রতিরক্ষা দফতরের নাম বদল করে এবার যুদ্ধ দফতর চালু করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, আমেরিকার প্রতিরক্ষা দফতরের নাম বদলে যাবে। ওই দফতরের নতুন নাম হবে ‘যুদ্ধের দফতর’! আমেরিকার সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-এর প্রতিবেদন অনুসারে, শুক্রবার এই সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন-ট্রাম্প-মোদির ব্যক্তিগত সম্পর্ক শেষ, বিস্ফোরক মন্তব্য বোল্টনের

স্বভাবসিদ্ধ কায়দায় নামবদলের ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, আমেরিকা প্রথম ও দ্বিতীয় দু’টি বিশ্বযুদ্ধ জিতেছে। এর পাশাপাশি আরও বহু যুদ্ধে জয়ী হয়েছে। তারপরেও কীভাবে এই দেশের কোনও দফতরের নামের আগে প্রতিরক্ষা শব্দটি বসতে পারে? ট্রাম্পের কথায়, প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথের মুখে প্রতিরক্ষা দফতর নাম শুনেই আমার খারাপ লাগে। আমরা কেন নিজেদের রক্ষা করতে যাব? আমরা তো যুদ্ধে জিতেছি! তাই এখন থেকে প্রতিরক্ষা নয়, যুদ্ধের দফতর নামটাই ব্যবহার করা হবে।

Latest article