কুখ্যাত জঙ্গি রানাকে ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। মুম্বই হামলার (Mumbai Terror Attack) মূল অভিযুক্ত তাহাউর রানার প্রত্যর্পণে অনুমতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছেন, ‘মার্কিন প্রশাসন এক কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার চুক্তিতে অনুমোদন দিয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটিয়েছিল রানা। বিচারের জন্য তাকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে।’ রানাকে ভারতে নিয়ে আসার জন্য আমেরিকার কাছে বারবার আবেদন করছিল। রানা বর্তমানে লস অ্যাঞ্জেলসে জেলবন্দি।
আরও পড়ুন- যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ভারতীয় সেনার
২০০৮ সালে মুম্বইয়ের (Mumbai Terror Attack) তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার হয়েছিল। তাতে ৬ জন মার্কিন নাগরিক-সহ মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছিল৷ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার নাম সামনে আসে। হামলার ঘটনায় দোষী প্রমাণিত হয়েছে রানা ৷