চিন-রাশিয়াকে টক্কর! ফের আমেরিকাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

Must read

আমেরিকায় ফের শুরু হচ্ছে পারমাণবিক অস্ত্র (nuclear weapons) পরীক্ষা। প্রায় তিন যুগ ধরে স্থগিত ছিল আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষা। তা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সতর্কবার্তা অমান্য করে মস্কো একটি পারমাণবিক-চালিত ডুবো ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে, একথা বলার পর এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।

আরও পড়ুন-সোনমের গ্রেফতারি, ১০ দিনের মধ্যে কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ‘অবিলম্বে’ ফের পারমাণবিক অস্ত্র (nuclear weapons) পরীক্ষা শুরু করবে। ট্রাম্প বলেন, রাশিয়া এবং চিনের পারমাণবিক কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞ মহল। ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। তিনি অস্ত্রের সম্পূর্ণ আপডেট এবং সংস্কারের জন্য তাঁর নিজস্ব প্রচেষ্টার প্রশংসা করেছেন।

পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, “রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে, এবং চিন তৃতীয় স্থানে রয়েছে, কিন্তু পাঁচ বছরের মধ্যে সমান হবে।” ট্রাম্প পারমাণবিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, তবে “প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে” বলে উল্লেখ করেছেন। তবে পেন্টাগণ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।

Latest article