ভারতকে জোর বাণিজ্যিক ধাক্কা আমেরিকার, ২৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Must read

প্রতিবেদন: পূর্ব ঘোষণা অনুযায়ীই পদক্ষেপ করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্টের শুল্কযুদ্ধ থেকে বাদ পড়ল না ভারতও। আছে আরও একাধিক দেশ। আর এর জেরে বৃহস্পতিবার ব্যাপক অস্থিরতা দেখা গেল বিশ্ববাজারে।
ভারতকে বড় বাণিজ্যিক ধাক্কা দিয়ে ২৭ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প (Donald Trump)। এর ফলে দেশের অর্থনীতিতে গভীর প্রভাব পড়তে পারে। বহুচর্চিত ‘মুক্তি দিবস’-এর ভাষণে ট্রাম্পের ঘোষণা দিল্লির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ মোদি সরকার নতুন শুল্ক আরোপের বদলে শুল্ক ছাড়ের প্রত্যাশা করছিল। দেখা গেল ‘বন্ধু’ ট্রাম্প অর্থনৈতিক ধাক্কা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। কারণ এখন থেকে সমস্ত ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ন্যূনতম ২৭% শুল্কের সম্মুখীন হবে। আগামী ৯ এপ্রিল থেকে কার্যকর হবে নয়া শুল্ক-বিধি। এর এই আশঙ্কায় ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি শুল্কের কারণে সৃষ্ট ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে হিমশিম খাচ্ছে।
ট্রাম্প তাঁর ভাষণে বলেছেন, ভারত আমেরিকার উপর ৫২% শুল্ক আরোপ করে। অথচ আমরা বছরের পর বছর প্রায় কিছুই আরোপ করিনি। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন যে নতুন শুল্ক কাঠামো ‘প্লেন প্লেয়িং-ফিল্ড’ তৈরি করার উদ্দেশ্যে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৪৬ বিলিয়ন ডলার। ট্রাম্প স্পষ্ট করেছেন যে এই শুল্কগুলি বহাল থাকবে যতক্ষণ না অন্য দেশের তরফে আরোপ করা তথাকথিত শুল্ক-হুমকির সমাধান হয়। তবে ভারতের জন্য এই পাল্টা শুল্ক একটি বড় মাথাব্যথা হয়ে উঠতে পারে। কারণ বেশ কিছু প্রধান খাত এতে ক্ষতিগ্রস্ত হবে, যা ছোট প্রতিষ্ঠান থেকে বড় বড় সংস্থা পর্যন্ত বহু কোম্পানির রাজস্বে প্রভাব ফেলবে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ভারত ২৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন আমদানির উপর শুল্ক কমানোর কথা বিবেচনা করছে, যার মধ্যে রয়েছে রত্ন ও গয়না, ওষুধ এবং গাড়ির যন্ত্রাংশ। তবে এখনও কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলি হল গাড়ি, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি। ট্রাম্প উল্লেখ করেছেন যে ২৭% পাল্টা শুল্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ২৫% শুল্ক আরোপ করেছে আমদানিকৃত গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপর, যা ২ এপ্রিল থেকে গাড়ি ও হাল্কা ট্রাকের জন্য এবং ৩ মে থেকে গাড়ির যন্ত্রাংশের জন্য কার্যকর হবে। তবে উল্লেখযোগ্য যে ওষুধ পণ্যগুলি এই পাল্টা শুল্কের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আরেকটি খাত যা এই শুল্কের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তা হল তথ্যপ্রযুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র তথ্যপ্রযুক্তি সেবার উপর সম্ভাব্য শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে। এটি এমন একটি খাত যেখানে ভারতের রপ্তানি উল্লেখযোগ্য। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্কের কাঠামো ভারতের অর্থনীতি এবং প্রধান শিল্পগুলির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা গভীর হচ্ছে।

আরও পড়ুন- জাভি-কাঁটায় বিদ্ধ মোহনবাগান

Latest article