ওয়াশিংটন: এবার প্রতিবেশী কানাডার (america tariff canada) উপর ব্যাপক চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু চটলেন না, এর পরিণতিতে কানাডার উপরে অতিরিক্ত ১০ শতাংশ শুল্কও চাপিয়ে দিলেন। গত জুলাইতেই ৩৫ শতাংশ শুল্কের বোঝা তিনি চাপিয়ে দিয়েছিলেন কানাডার ঘাড়ে। ৩ মাসের মধ্যেই সেই শুল্কের অঙ্ক বেড়ে দাঁড়াল ৪৫ শতাংশে। দীর্ঘ এশিয়া সফরের আগের মুহূর্তেই ট্রাম্প শুল্ক কোপ বসালেন পড়শি দেশের ঘাড়ে। ভারতীয় সময় অনু্যায়ী রবিবার ভোরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষক আলোচনাচক্রে যোগ দেবেন তিনি। সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন। তার আগেই কানাডার বিরুদ্ধে সমাজমাধ্যমে বিষোদ্গার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেন? ক্ষোভের কারণ একটি বিজ্ঞাপন। জানা গিয়েছে, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগনকে নিয়ে একটি শুল্ক-বিরোধী বিজ্ঞাপন চালানো হয়েছিল কানাডায়। তাতেই প্রবল চটে যান ট্রাম্প। বিজ্ঞাপনটি প্রচার করা হয়েছিল শুক্রবার। কানাডার অন্টারিও প্রদেশে সরকারের পক্ষ থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। সেখানে প্রাক্তন প্রেসিডেন্ট রেগনের ১৯৮৭ সালের একটি ভাষণের ফুটেজ দেখানো হয়। সেই ভাষণে রেগন বলেছিলেন, গোটা বিশ্বে বাণিজ্যযুদ্ধ এবং অর্থনৈতিক দুর্দশা ডেকে আনতে পারে শুল্ক। এই বিজ্ঞাপন দেখেই কার্যত মেজাজ হারান ট্রাম্প। তাঁর ট্রুথ সোশ্যালে তিনি চাঁচাছোলা ভাষায় লেখেন, শত্রুতাপূর্ণ আচরণ এবং তথ্যের ভুল উপস্থাপনার কারণে আমি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করছি কানাডার উপরে। বিজ্ঞাপনটিকে প্রতারণামূলক বলেও মন্তব্য করেছেন ট্রাম্প (america tariff canada)। সরাসরি অভিযোগ করেছেন, রেগনের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বিজ্ঞাপনে। এদিকে রবিবার মালয়েশিয়ায় ট্রাম্পের উপস্থিতিতে স্বাক্ষরিত হল তাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি।
আরও পড়ুন-৬.৪৭ কোটি টাকায় নির্মিত রেণুকাজিতে আইটিআই ভবন এখনও অকার্যকর, প্রশ্নের মুখে শিক্ষাব্যবস্থা

