প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় আসছে বড় বদল। এখন থেকে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে আমেরিকার নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক। জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট এই সংক্রান্ত একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। সেখানে বলা হয়েছে, এবার আমেরিকায় ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে নাগরিকত্বের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচনের দিনের মধ্যে সমস্ত ব্যালট গ্রহণ করা হয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। আমেরিকায় নাগরিকত্বের প্রমাণপত্র ছাড়া কোনও ভোটারই ভোট দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। নির্বাচনের দিনের মধ্যেই সকলকে ভোট দিতে হবে। ভোটদান ব্যবস্থায় কাগজের ব্যালট বাধ্যতামূলক।
আরও পড়ুন-টেক্সাসে মৃত ভারতীয় তরুণ
তবে নির্দেশিকায় স্বাক্ষর করলেও ট্রাম্পের এই নয়া নির্বাচনী নীতি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, নির্বাচনী বিধি নির্ধারণের ক্ষমতা মূলত মার্কিন কংগ্রেস এবং প্রদেশগুলির হাতেই থাকে। সেখানে প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই। তারা যদি প্রেসিডেন্টের এই নির্দেশ অনুসরণ না করে তবে ট্রাম্পের উদ্যোগ ধাক্কা খাবে। নতুন নির্দেশের সূত্রে ভারত ও ব্রাজিলের উদাহরণ দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ভারত এবং ব্রাজিল ভোটার চিহ্নিতকরণকে এক বায়োমেট্রিক ডাটাবেসের সঙ্গে সংযুক্ত করা হয়। সেখানে আমেরিকা মূলত নাগরিকত্বের জন্য স্বপ্রত্যায়িত ঘোষণার উপরই নির্ভর করে। ট্রাম্পের বক্তব্য, এবার থেকে শুধু আমেরিকার বাসিন্দা হলেই ভোটদান করা যাবে। অন্য দেশের নাগরিকরা যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তা নিশ্চিত করা হবে। কাগজের ব্যালটেই ভোট হবে। কোনও কারচুপি বা জালিয়াতি বরদাস্ত করা হবে না।