আন্তর্জাতিক

প্রকাশ্যে হেয় করছেন ট্রাম্প, মুখ বুজে মানছেন “বিশ্বগুরু” মোদি!

নয়াদিল্লি : ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এবার কি রীতিমতো মস্করা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বেশ শ্লেষাত্মক সুরে ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, স্যর, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? আমি বললাম, হ্যাঁ। এখানেই শেষ নয়, নতুন বোমাও ফাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট- বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে চুক্তি করতে স্যার বলে রীতিমতো কাকুতিমিনতি করেছেন মোদি। মানে মোদিকে কার্যত তুচ্ছতাচ্ছিল্য করেছেন ট্রাম্প।

আরও পড়ুন-মহারাষ্ট্রের পুরসভায় কং-বিজেপি জোট, চরম বিশ্বাসঘাতকতা, বলল শিন্ডেসেনা

অদ্ভুত ব্যাপার, মোদিকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরে যে বিজেপি প্রচারের ঢাক বাজায়, এ ব্যাপারে কিন্তু টুঁ শব্দটিও করেনি তারা। ট্রাম্পের ঔদ্ধত্যের প্রতিবাদ করা তো দূরের কথা। প্রতিক্রিয়া নেই মোদি সরকারেরও। মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত কথাবার্তা এভাবে জনসমক্ষে ফাঁস করা আসলে যে মস্করারই নামান্তর এবং প্রধানমন্ত্রীর মর্যাদাহানি, তা কি অজানা তাঁর দল বিজেপির? তাৎপর্যপূর্ণ বিষয়, এই ঘটনায় কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতের উপর শুল্ক আরোপ এবং রুশ তেল আমদানি প্রসঙ্গ টেনে এনে ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনার পাশাপাশি মোদি সরকারকেও একহাত নিয়েছেন তিনি। ১৯৭১ সালে যুদ্ধের আবহে সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সুদৃঢ় নেতৃত্বের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। এক্স পোস্টে তিনি লিখেছেন, ফারাক বুঝুন স্যরজি। পুরনো একটি ভিডিও শেয়ার করে রাহুল দাবি করেছেন, ভারত-পাক সংঘাতের সময় ট্রাম্পের একটি ফোনকলের পরে প্রধানমন্ত্রী মোদি কার্যত আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় আমেরিকা ভারতকে চাপ দিতে সপ্তম নৌবহর পাঠালেও অনড় ছিলেন ইন্দিরা গান্ধী। রাহুলের মন্তব্য,এটাই পার্থক্য, একদিকে আপসহীন নেতৃত্ব, অন্যদিকে বিদেশি চাপে নতিস্বীকার। অর্থাৎ, বিরোধী দলনেতা বুঝিয়ে দিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্টকে ট্যাকল করা বা সামলানোর যোগ্যতাই নেই মোদির। মোদিকে একহাত নিয়েছেন, জয়রাম রমেশও।
মোদিকে নিয়ে মস্করার প্রবণতা শুধুমাত্র একটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখেন নি ট্রাম্প। তাঁর দাবি, ভারত নাকি দীর্ঘ ৫ বছর অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহের জন্য অপেক্ষা করছে। মোদি তাঁকে এব্যাপারে অনুরোধও জানিয়েছেন। কিছুটা যেন দয়া আর তাচ্ছিল্যের সুরে ট্রাম্প বলেছেন, আমরা এটা বদলাচ্ছি। ৬৮টি অ্যাপাচি হেলইকপ্টার অর্ডার দিয়েছে ভারত। রাশিয়া থেকে তেল কেনার কঠিন মূল্য যে চোকাতে হচ্ছে ভারতকে,সে কথা মনে করিয়ে দিয়েও রীতিমতো আত্মপ্রসাদ লাভ করেছেন ট্রাম্প এবং এই জাহির করার মধ্যে দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে অপদস্থ করার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। অদ্ভুত ব্যাপার, এরপরেও নীরব বিজেপি এবং তার নেতারা।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

13 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

21 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

46 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago