প্রতিবেদন: আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের চাপে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এমনিতেই পাক-ভারত দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে একের পর এক আলটপকা মন্তব্যে ভারত সরকারের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। আর এবার মার্কিন মুলুকে থাকা ভারতীয়দের উপর আর্থিক বোঝা চাপানোর পরিকল্পনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ ঘোষণা অনুযায়ী নতুন যে আইন মার্কিন সংসদে পাশ হতে চলেছে, তাতে দেশে টাকা পাঠাতে গেলেই এবার মোটা টাকা কর দিতে হবে আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের৷ ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এই বিলে সম্মতি দিয়ে রেখেছে মার্কিন সংসদের হাউস বাজেট কমিটি৷
আরও পড়ুন-বেলপাহাড়ি ক্যাফে, রাস্তা, তোরণে সাজছে
প্রস্তাবিত এই বিলে বলা হয়েছে, মার্কিন নাগরিক নন এমন যে কেউ আমেরিকা থেকে অন্য দেশে যদি টাকা পাঠাতে চান তাহলে ৫ শতাংশ করে কর দিতে হবে৷ এইচ ওয়ান বি ভিসা বা গ্রিন কার্ড যাঁদের রয়েছে, তাঁদেরও এই করের আওতায় আনা হবে৷ কর চাপানোর ক্ষেত্রে টাকার অঙ্কের কোনও সীমা যেহেতু এখনও নির্দিষ্ট হয়নি, ফলে অল্প পরিমাণ টাকা পাঠালেও তার উপরে কর দিতে বাধ্য হবেন ভারতীয়রা। যদিও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের এই কর দিতে হবে না৷ কিন্তু তারপরেও আমেরিকায় বসবাসকারী প্রায় ৪৫ লক্ষ ভারতীয় এই করের আওতায় আসবেন৷