‘বন্ধু’ ভারতকে ছাড় দিতে নারাজ ট্রাম্প

Must read

প্রতিবেদন: ফের চাপের রাজনীতি ট্রাম্পের। আর এবার ভারতকে নিজেদের শর্তে রাজি করাতে শুল্ক-হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি যদি ১ অগাস্টের মধ্যে চূড়ান্ত না হয়, তাহলে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। ট্রাম্প সিএনএন-এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ঘোষণা করেন যে দেরি করলে ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক ভারতকে দিতে হতে পারে। পরে নিজের ট্রুথ সোশ্যালেও একই হুমকি দেন তিনি।
ট্রাম্প (Donald Trump)বলেন, ভারতীয়রা আমার বন্ধু। কিন্তু তার পাশাপাশি তারা অনেক সুবিধাও নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বেশ কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও তা চূড়ান্ত হয়নি। ট্রাম্প দীর্ঘদিন ধরেই মার্কিন পণ্যের জন্য ভারতের বাজারে অধিক প্রবেশাধিকার দাবি করে আসছেন। এই ধরনের দাবি তিনি অন্যান্য বাণিজ্য আলোচনাতেও করে থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, চুক্তি এগিয়ে নিতে আরও আলোচনা প্রয়োজন। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিয়ার জানান, ভারত তাদের বাজারের কিছু অংশ খুলে দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আমরাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত, তবে দেখতে হবে তারা কতটা এগোতে চায়। যদিও আলোচনায় নির্দিষ্ট কোনও অচলাবস্থার বিষয় প্রকাশ্যে আসেনি, তবে উভয় পক্ষের কর্মকর্তারা মতবিরোধ মেটানোর আগ্রহ প্রকাশ করেছেন।
গত সপ্তাহে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন ১ অগাস্টের আগেই একটি সমঝোতা হতে পারে। এই ১ অগাস্ট ছিল ট্রাম্পের নিজস্ব নির্ধারিত সময়সীমা। এর আগেও চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প ২৬ শতাংশ হারে ভারতীয় পণ্যে শুল্ক আরোপ করেন, যাকে তিনি বলেছিলেন ‘পারস্পরিক’ বাণিজ্যিক চুক্তির অংশ। যদিও কিছুদিন পর সেই শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয়। ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে ভারতকে শুল্ক আরোপের হুমকি দিয়ে কোনও চিঠি পাঠাননি, যেমনটি তিনি সম্প্রতি আরও কিছু দেশের ক্ষেত্রে করেছেন। কিন্তু নানা ফোরামে ভারতকে শুল্ক-হুঁশিয়ারি দিয়েই চলেছেন। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, চুক্তি না হলে ভারত হয়তো পরবর্তী লক্ষ্য হতে পারে। বিশেষত, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বহাল রাখায় নয়াদিল্লির উপর খাপ্পা ট্রাম্প।

আরও পড়ুন-নিবার্চন কমিশনের কীর্তি, এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ট্রাক্টরের নাম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য সম্পর্কের মধ্যে একটি বড় অসমতা রয়েই গিয়েছে। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আনুমানিক ৮৭.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যেখানে ভারত প্রায় ৪১.৮ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে আমেরিকা থেকে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য ৪৫.৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মধ্যে প্রধান ছিল ওষুধ, যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতি (যেমন স্মার্টফোন), এবং পোশাক। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ভারতীয় রফতানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, বিশেষত যেসব খাত মার্কিন বাজারের উপর নির্ভরশীল। তবে আলোচনার দরজা এখনও খোলা রয়েছে এবং দুই দেশ পারস্পরিক স্বার্থে সমঝোতার পথ খুঁজবে বলেই ওয়াকিবহাল মহলের আশা।

Latest article