ফের ডিগবাজি খেয়ে সুর নরম ট্রাম্পের, দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক, বলল ভারত

৫০ শতাংশের শুল্কবোঝা চাপানোর পরেও ভারতের অনমনীয় ভঙ্গিতে কিছুটা হতাশ ডোনাল্ড ট্রাম্প এবার তাই সুর নরম করলেন।

Must read

প্রতিবেদন: চিনের অন্ধকার আগ্রাসনে হারিয়ে যাবে ভারত ও রাশিয়া। নিজের দেওয়া এমন সতর্কবার্তাই এবার বদলে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। ৫০ শতাংশের শুল্কবোঝা চাপানোর পরেও ভারতের অনমনীয় ভঙ্গিতে কিছুটা হতাশ ডোনাল্ড ট্রাম্প এবার তাই সুর নরম করলেন। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য নিজের দেশে এবং তাঁর রিপাবলিকান দলেও সমালোচনার মুখে ট্রাম্পকে। আগেরবার তাঁর ক্যাবিনেটে কাজ করেছেন এমন মার্কিন শীর্ষকর্তারাও বলছেন, প্রেসিডেন্টের খামখেয়ালি আচরণ ও ব্যক্তিগত অ্যাজেন্ডার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার বিদেশনীতি। ঘরে-বাইরে চাপের মুখে এবার আগের বয়ান কিছুটা বদলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে এবং মাঝে মাঝে কিছু অন্যরকম মুহূর্ত এলেও তাতে উদ্বেগের কিছু নেই। ট্রাম্প আরও বলেন, যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর বন্ধুই থাকবেন সবসময়। ট্রাম্পের এই মন্তব্যটি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ করা আগের বিতর্কিত পোস্টের কয়েক ঘণ্টা পরেই আসে। প্রসঙ্গত আগের পোস্টটিতে তিনি লিখেছিলেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত এবং রাশিয়াকে গভীরতম, অন্ধকারাচ্ছন্ন চিনের কাছে হারিয়েছে।

আরও পড়ুন-হেরেও জকোর চোখ গ্র্যান্ড স্ল্যামেই

এদিকে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার প্রধানমন্ত্রী মোদি বলেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে প্রশংসা করেন। শনিবার ভারতের তরফে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের সম্পর্কের প্রতি যে অনুভূতি এবং ইতিবাচক মূল্যায়ন করেছেন তা প্রশংসাযোগ্য।

Latest article