পহেলগাঁও-কাণ্ডের তীব্র নিন্দা ট্রাম্পের

Must read

প্রতিবেদন: পহেলগাঁও-কাণ্ডের (Pahalgam Attack) কড়া নিন্দা করল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। ভূস্বর্গে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার নিন্দা করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। সন্ত্রাসবাদ দমনে সম্পূর্ণভাবে ভারতের পাশে বার্তাও দেন মার্কিন প্রেসিডেন্ট।
পহেলগাঁওয়ের (Pahalgam Attack) জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আমেরিকার প্রেসিডেন্ট ফোন করেছিলেন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, জম্মু- কাশ্মীরে জঙ্গি হামলায় যেভাবে সেখানে বেড়াতে যাওয়া সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে তার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। সেইসঙ্গে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদ দমনে সবরকম সহায়তার কথা বলেছেন তিনি। ট্রাম্পের বার্তা, বিশ্বে সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গেই থাকবে আমেরিকা। ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডলেও পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিন্দা করে লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে রয়েছে আমেরিকা। আহতদের আরোগ্য কামরা করি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দুঃসময়ে ভারতের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ভয়াবহ হত্যালীলায় যুক্ত জঙ্গি ও তাদের মদতদাতাদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে ভারত প্রতিজ্ঞাবদ্ধ বলে ট্রাম্পকে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- পাক সেনাপ্রধান মুনিরের মন্তব্যেই মিলেছিল আগাম চক্রান্তের ইঙ্গিত

Latest article